পিংলায় বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সরকার যাতে এনআইএ তদন্তের নির্দেশ দেয়,তার জন্য সক্রিয় স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য। ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট চেয়েছে, সেই তথ্য তাঁকে জানানো হয়েছে। কিন্তু তার পরে আর অগ্রগতি হয়নি। এর মধ্যে প্রদীপবাবুর দল কংগ্রেস এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। লোকসভার অধিবেশনের জন্য দিল্লি ফিরে রাজ্যের সাংসদ প্রদীপবাবু আজ, সোমবার ফের এ নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলবেন। অগ্রগতি না থাকলে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি তোলা হবে বলে সূত্রের খবর।
রাজ্য জুড়ে তৃণমূলের ‘সন্ত্রাসে’র প্রতিবাদে রবিবার কলকাতায় বিধানভবন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপবাবু। তিনি বলেন, ‘‘রাজ্যে বোমার কারখানা গড়ে উঠেছে। শুধু বাজি বানাতে গিয়ে এত বড় বিস্ফোরণ ঘটেছে, এটা বিশ্বাস করা যায়? এ ব্যাপারে সংসদীয় কমিটির তরফে যা করণীয়, সবই করব।’’ বিস্ফোরণ-কাণ্ডের এনআইএ তদন্ত-সহ তিন দফা দাবিতে এ দিনই মুণ্ডমারি থেকে পিংলা থানা পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপি-র। তবে মিছিল কিছুটা এগোতেই পুলিশ তা আটকে দেয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় মিছিল করতে দেওয়া হয়নি। পরে বিজেপি-র প্রতিনিধিদল থানায় দাবিপত্র দেয়। থমথমে ব্রাহ্মণবাড় গ্রামে বসেছে পুলিশ পিকেটও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy