Advertisement
০৫ নভেম্বর ২০২৪
viral video of kim

শোভা পেত ডায়নার গলায়! হিরের সেই লকেট পরে অনুষ্ঠানে হাজির কিম

২ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে বিখ্যাত ‘আত্তাল্লাহ’ নেকলেস পরে হাজির হন কিম।

Kim Kardashian showcased princess Diana Attallah Cross in LA

(বাঁ দিকে) কিম কার্দাশিয়ান। প্রিন্সেস ডায়ানা। (ডান দিকে) ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৮:৩৭
Share: Save:

দুধসাদা খোলামেলা গাউন, গলায় মুক্তোর মোটা চোকার। আর বক্ষ বিভাজিকায় ঝুলছে লম্বা মুক্তোর একছড়া হারের সঙ্গে উজ্জ্বল বেগনি রঙা এক লকেট। লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে দেখা গেল কিম কার্দাশিয়ানকে। ক্রস আকৃতির এই লকেটটি পরতেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা। সেই নেকলেসটি এ বার পরতে দেখা গেল এই আমেরিকান মডেল-তারকাকে। ২ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে বিখ্যাত ‘আত্তাল্লাহ’ নেকলেস পরে হাজির হন কিম। ‘কার্দাশিয়ান ব্রাসিল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে অনু্ষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় কিমের পোশাক ও অন্যান্য অলঙ্কারের মাঝেও নজর কেড়েছে এই বিশেষ ক্রস আকৃতির লকেটটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

‘দ্য আত্তাল্লাহ ক্রস’ নামে পরিচিত নেকলেসটি হিরে, নীলা, সোনা ও রুপো দিয়ে তৈরি। ১৯৮৭ সালে একটি অনুষ্ঠানে ভেলভেটের গাউনে সজ্জিত হয়ে এই নেকলেসটি পরতে দেখা গিয়েছিল ব্রিটিশ রাজবধূ ডায়নাকে। ডায়নার মৃত্যুর পর ২০২৩ সালে ২ কোটিরও বেশি টাকার বিনিময়ে নেকলেসটি নিলামে কিনে নেন কিম। প্রিন্সেস ডায়ানার পরিহিত নানা পোশাক ও অলঙ্কার নিলামে তুলেছিল ‘সথবিস’ নামের একটি নিলাম সংস্থা। সেই নিলাম থেকেই প্রিন্সেস ডায়ানার পরিহিত এই হিরের নেকলেসটি কিনে নিয়েছিলেন কিম। তার পর এই প্রথম তিনি এটি পরে জনসমক্ষে এলেন বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

ডায়নার গলায় এই নেকলেস শোভা পেলেও এর আসল মালিক ছিলেন নাইম আত্তাল্লাহ নামের এক ব্যবসায়ী। ব্রিটিশ অলঙ্কার নির্মাতা সংস্থা জারার্ডের কাছ থেকে নেকলেসটি কিনে নেন নাইম। পরে তা হাতবদল হয়ে এসেছে কিমের হাতে।

অন্য বিষয়গুলি:

kim kardasian Viral Video Diana Necklace
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE