সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
পাঁচ রাজ্যে ভোটের ফলপ্রকাশের পর তা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট নিয়ে বলতে গিয়ে সংবাদিকের প্রশ্নের উত্তরে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেন,‘‘কয়েকটা রাজ্যে জিতে ২০২৪-এর জন্য লাফাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই।’’ বৃহস্পতিবার ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী দলীয় সদর দফতর থেকে বলেন, উত্তরপ্রদেশের ফলে স্পষ্ট ২০২৪-এ ফের ক্ষমতায় আসছে বিজেপি। মুখ্যমন্ত্রী তাঁর এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন। উত্তরপ্রদেশের ফল নিয়ে মমতার মত, ইভিএম-এর কারচুপিতে জিতেছে বিজেপি।
প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ফল প্রকাশের পর বিজেপি-র উদ্দেশ্যে প্রায় একই টুইট বার্তায় প্রশান্ত কিশোর লেখেন , ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’
শুক্রবার এই নিয়ে মমতা আরও বলেন, ‘‘এ যেন মত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া। জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা করা। এখনও তো দু’বছর বাকি। কত কী হতে পারে এই দু’বছরে।’’
উত্তরপ্রদেশের ভোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএম কারচুপি হয়েছে। ফরেন্সিক টেস্ট হওয়া দরকার।’’ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অখিলেশ একা লড়েছে। বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। অন্য দিকে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যে ভাবে জিতেছে বিজেপি, তাতে তাদের ভাল হবে না।’’
তবে কংগ্রেস প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘ওরা বারবার হারছে, লোকসভা ভোটে বিজেপি-কে ঠেকাতে হলে বিরোধী আঞ্চলিক দলগুলিতে একজোট হতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy