শিলিগুড়িতে চালু হল কমিউনিটি কলেজ। শুক্রবার ডাবগ্রামের শিলিগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। স্কুলছুট, কিংবা বিভিন্ন কারণে পড়তে না পারা যে কোনও বয়সের যে কোনও ব্যক্তি পড়তে পারবেন এই কলেজে। আগামী ১৫ এপ্রিল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কমিউনিটি কলেজের কো অর্ডিনেটর জয়দীপ ভট্টাচার্য। এ দিন কমিউনিটি কলেজ ছাড়াও শহরের একাধিক জায়গায় রাস্তা তৈরি-সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন গৌতমবাবু।
কলেজের উদ্বোধনের পর গৌতমবাবু বলেন, “বহু মানুষ বিভিন্ন সমস্যায় পড়াশুনা করতে পারেননি। এই ধরনের কলেজে নিজের কাজ করেও সন্ধ্যায় পড়াশুনার সুযোগ নিতে পারবেন মানুষ। উত্তরবঙ্গে তিনটি জায়গায় পলিটেকনিক কলেজে এই ধরনের কলেজ তৈরি হয়েছে।” রাজ্য সরকার সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে চায় বলেও জানান মন্ত্রী। শিলিগুড়ি পলিটেকনিকের অধ্যক্ষ শুভাশিস মুখোপাধ্যায় এই ধরনের উদ্যোগে সামিল হতে পেরে খুশি। তিনি বলেন, “শিলিগুড়ি পলিটেকনিকে আপাতত ১২০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। পরে সংখ্যাটা আরও বাড়ানো হবে।’’
আপাতত ভবন প্রযুক্তি এবং বৈদ্যুতিন মেরামতি বিষয় দুটি পড়ানো হবে। পরে চাহিদার উপরে ভিত্তি করে বিষয় সংখ্যা বাড়ানো হবে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের দক্ষতা মিশনের অন্তর্গত এই ভোকেশনাল কোর্সের জন্য মোট ২ কোটি ১৮ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। তার মধ্যে ৬৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে কলেজ সূত্রের খবর। সপ্তাহে পাঁচ দিন বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত ক্লাস হবে। আগামী ১৫ এপ্রিল থেকে চলতি বছরের পঠন পাঠন শুরু হবে।
সারা ভারতবর্ষে মোট ২০০টি কমিউনিটি কলেজ চালুর ছাড়পত্র মিলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৩ টি, এবং উত্তরবঙ্গে সাতটি কলেজে এই পাঠ্যক্রম চালু হচ্ছে। এর মধ্যে তিনটি পলিটেকনিক কলেজ রয়েছে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এ দিন সুকান্তপল্লির বলাকা মোড়, দশরথপল্লি, স্বামীজি মোড়, সুকান্ত নগর অটো স্ট্যান্ডে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy