Know about the strange ritual of Jagadhatri puja in Hooghly dgtl
Jagadhatri Puja in Hooghly
মহিলারা নন, শাড়ি, শাঁখা-সিঁদুর পরে পুরুষরা বরণ করেন জগদ্ধাত্রীকে
২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ভদ্রেশ্বরের গৌড়হাটি তেতুঁলতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অনুচর দাতারাম সুর। তবে এই পুজোর বিশেষত্ব কিন্তু দেবীর বরণে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১০:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। অভূতপূর্ব আলোকসজ্জায় সাজে গোটা এলাকা।
০২০৮
তবে শুধু চন্দননগর নয়। হুগলি জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হয় জগদ্ধাত্রী পুজো। তারই মধ্যে কিছু পুজোয় জড়িয়ে রয়েছে ঐতিহাসিক কাহিনি।