এক যুবতীকে ধর্ষণ ও লুঠপাটের অভিযোগ নিয়ে হইচই হতেই টাইগার হিলে ২৪ ঘন্টা পুলিশের মোবাইল ভ্যান রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। জিটিএ-এর পক্ষ থেকেও টাইগার হিলে নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। জিটিএ পর্যটনের দায়িত্বপ্রাপ্ত সদস্য দাওয়া লেপচা জানান, আপাতত ২ জন নিরাপত্তা রক্ষী দিন রাত সেখানে থাকবেন। গোটা ঘটনায় যাতে আতঙ্ক না ছড়ায় সে কারণে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গের আইজি জাভেদ শামিম। তিনি বলেন, “পর্যটকদের কোনও রকম আতঙ্কের কোনও কারণ নেই। এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এসপিকে নির্দেশ দেওয়া হচ্ছে। উনি বিষয়টি দেখছেন।” দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী ইতিমধ্যেই এলাকায় নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানান। তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ ভ্যান সব সময়ের জন্য রাখা হবে। এ ধরণের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।”
দার্জিলিঙের টাইগার হিল এলাকা দার্জিলিঙের পর্যটনকদের কাছে প্রধান আকর্ষণ কেন্দ্র। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যোদয় দেখা প্রধান আকর্ষণ। ফলে এখানে পর্যটকেরা যেতে ভয় পেলে পর্যটন অনেকটাই মার খাবে বলে স্থানীয় ব্যবসায়ী ও গাইডদের আশঙ্কা। আপাতত পুলিশের উপরেই আস্থা রাখতে চাইছেন তাঁরা।পুলিশ সূত্রের খবর, শনিবার টাইগার হিল এলাকায় দুই যুবক-যুবতীর উপরে হামলা করে তিন যুবক। তাঁর মধ্যে একজন নাবালক । ওই যুবতীকে ধর্ষণের তাঁদের কাছে থাকা সমস্ত কিছু কেড়েও নেয় ওই দুষ্কৃতীরা। তিনজনকেই রবিবার গ্রেফতার করে দার্জিলিং সদর থানার পুলিশ। এ দিন তিন জনকে দার্জিলিং জেলা আদালতে হাজির করানো হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দু’জনকে দার্জিলিং জেলা সংশোধনাগারে পাঠানো হয়। অভিযুক্ত এক নাবালককে জলপাইগুড়ি কোরক হোমে পাঠানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy