চলতি মাসেই শিলিগুড়ি পুরসভায় চালু হতে চলেছে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়া। সেই সঙ্গে নতুন ভবন নির্মাণের নকশা অনুমোদন, জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে আবেদনও অনলাইন পদ্ধতিতে চালু হবে। বৃহস্পতিবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-র দফতরে শিলিগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের তিন সদস্য, শিলিগুড়ির পুর কমিশনারকে নিয়ে পুরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সেখানেই অনলাইনে ট্রেড লাইসেন্স পেতে আবেদন-সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা এসজেডিএ’র চেয়ারম্যান গৌতম দেব বলেন, “কংগ্রেস সংখ্যা লঘু বোর্ড চালিয়ে শহরের উন্নয়নকে স্তব্ধ করেছে। বামেরা তাদের সমর্থন জুগিয়েছে। পুরসভাকে এই পরিস্থিতি থেকে বার করতেই এ দিন বৈঠক করা হয়েছে। উন্নয়ন প্রকল্পে আকটে থাকা কাজগুলি দ্রুত শুরু করা হবে। সে সব ক্ষেত্রে অর্থ মঞ্জুর করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।” মন্ত্রী আরও জানান, আগামী ২৮ অগস্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে অনলাইন-এর মাধ্যমে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার প্রক্রিয়ার।
দায়িত্ব নেওয়ার পর তিন সদস্যের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান আর বিমলা বলেছিলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে, জঞ্জালমুক্ত করার দিকে নজর দেওয়া হবে। এর পরেই এ দিন সাফাইয়ের কাজে নতুন ব্যবস্থা চালুর কথা জানানো হয়। তাঁরা জানান, শহর সাফসুতো রাখতে রাত ১০ টা পর্যন্ত চলবে জঞ্জাল অপসারণের কাজ। ডাম্পিং গ্রাউন্ডে ক্লোজ়ড সার্কিট টিভি বসানো হবে কাজের নজরদারি চালাতে। মন্ত্রী, প্রশাসকরা এই আশ্বাস দিলেও গত কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত সাফাইয়ের কাজ হচ্ছে না বলে অভিযোগ। আবর্জনা ফেলার যে সমস্ত গাড়ি ভাড়া নেওয়া হত তাদের পাওনা বকেয়া রয়েছে পুরসভার কাছে। ওই গাড়িগুলি যে পাম্প থেকে তেল নেয় মাম্পের মালিকও পুরসভার কাছে প্রচুর টাকা পায় বলে অভিযোগ। ভাড়া গাড়ি এবং পাম্পের বকেয়া পাওয়া নিয়ে গোলমালের জেরে মাঝেমধ্যেই সাফাইয়ের কাজ ব্যহত হচ্ছে। প্রশাসক বোর্ডের তরফে জানানো হয়, সমস্যা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ দিন বৈঠক শেষে জানানো হয়, শিলিগুড়ি পুরসভার নতুন ভবন তৈরির জন্য বরাদ্দ ২ কোটি টাকা এসে তহবিলে পড়ে রয়েছে। সেই কাজ দ্রুত শুরু করা হবে। পরবর্তীতে আরও ৬ কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে দেওয়া হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে দীনবন্ধু মঞ্চের কাজ শেষ। আগামী ২৮ অগস্ট সন্ধ্যায় পরীক্ষামূলক প্রদর্শনী হবে। ৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবরূপে সেজে ওঠা দীনবন্ধু মঞ্চের উদ্বোধন করবেন বলে ঠিক হয়েছে। ৩১ অগস্ট সূর্যসেন পার্কে তৈরি করা রক ক্লাইম্বিং ওয়ালের উদ্বোধন হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy