Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গ্রিনসিটি প্রকল্পে কাজ মেডিক্যালেও

এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘শিলিগুড়িতে চারটি জায়গায় এসইডি স্ক্রিন বসানো হবে। তার মধ্যে শিলিগুড়ির মহানন্দা সেতু লাগোয়া মোড়ে, জলপাইগুড়ির কদমতলায় ওই স্ক্রিন থাকবে। বাকি জাযগাগুলি ঠিক করা হবে।’’

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ০৮:১০
Share: Save:

শিলিগুড়ি, নকশালবাড়ি, বাগডোগরা, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রিনসিটি প্রকল্পে কাজ করবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। ৬ কোটি টাকা কাজ করে ওই হাসপাতালগুলিতে সৌন্দর্যায়নের কাজ হবে। প্রয়োজনে পানীয় জলের ব্যবস্থা করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। সেই সঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দুই শহরেই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এলইডি স্ক্রিন বসাবে এসজেডিএ। তাতে কন্যাশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’-এর মতো বিভিন্ন সচেতনতা প্রচার চলবে। শহরের কোনও রাস্তায় যানজটের চিত্র ফুটে উঠবে ওই স্ক্রিনে। ছবি দেখে বুঝতে পারবেন বাসিন্দারা। বুধবার এসজেডিএ’র বোর্ড মিটিংয়ে ওই সমস্ত প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘শিলিগুড়িতে চারটি জায়গায় এসইডি স্ক্রিন বসানো হবে। তার মধ্যে শিলিগুড়ির মহানন্দা সেতু লাগোয়া মোড়ে, জলপাইগুড়ির কদমতলায় ওই স্ক্রিন থাকবে। বাকি জাযগাগুলি ঠিক করা হবে।’’

টি পার্ক-সহ বিভিন্ন এলাকায় এসজেডিএ বিভিন্ন কোম্পানিগুলিকে শিল্প তৈরির জন্য জায়গা দেবে। এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের ছেলে এনটিআর শিবলক্ষ্মী এসজেডিএ’র দফতরে এসে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে গিয়েছেন। তিনি উত্তরবঙ্গে বিনিয়োগে উৎসাহী। তাঁকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন এসজেডিএ’র চেয়ারম্যান।

গ্রামীণ এলাকাতেও ১০০ টি গ্রামে পথবাতি দেওয়ার কাজ করবে এসজেডিএ। তার মধ্যে চা বাগান, বনবস্তি এলাকাগুলিও রয়েছে। ৬ কোটি টাকা ওই কাজে খরচ করা হবে। পাঁচটি স্কুল এবং একটি কলেজে পানীয় জলের ব্যবস্থা, কম্পিউটার, গেটের সৌন্দর্যায়নের কাজ করা হবে। গ্রামীণ এলাকাগুলিতেও ডেঙ্গি প্রতিরোধের কাজে নামবে এসজেডিএ। এসজেডিএ কর্তৃপক্ষ জানান, ট্রাফিক পুলিশের ডিজি বিভিন্ন শহরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর একটি প্রস্তাব দিয়েছেন। সেই মতো সিসিক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিলিগুড়ির উপকন্ঠে কাওয়াখালি উপনগরী প্রকল্পে অনিচ্ছুক জমির মালিকদের জায়গায় ফেরত দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনগত ভাবে তাদের জমি ফেরত দেওয়ার নথি সরকারের কাছে পাঠানো হয়েছে। যাঁরা জমি দিতে চেয়েছেন এমন ২০০ জনকে লটারির মাধ্যমে জায়গায় দেওয়ার বিষয়টিও রয়েছে।

অন্য বিষয়গুলি:

Green City North Bengal Medical College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE