Advertisement
০৬ নভেম্বর ২০২৪
ফালাকাটা

মাঝরাত পর্যন্ত ঘেরাও, ক্ষোভ তৃণমূলের অন্দরে

স্মারকলিপি দেওয়ার নাম করে ফালাকাটা নর্থ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শককে মাঝ রাত পর্যন্ত ঘেরাও করে রেখেছিল তৃণমূলের শিক্ষক সংগঠন৷ তাতে ক্ষোভ ছড়িয়েছে শাসক দলেরই অন্দরে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৫
Share: Save:

স্মারকলিপি দেওয়ার নাম করে ফালাকাটা নর্থ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শককে মাঝ রাত পর্যন্ত ঘেরাও করে রেখেছিল তৃণমূলের শিক্ষক সংগঠন৷ তাতে ক্ষোভ ছড়িয়েছে শাসক দলেরই অন্দরে।

দলের নেতাদের সাফ কথা, পরিস্থিতি যাই হোক না কেন, এক জন বিদ্যালয় পরিদর্শককে মাঝ রাত পর্যন্ত ঘেরাওয়ের নামে এ ভাবে দফতরে আটকে রাখা কখনওই সমর্থনযোগ্য নয়৷

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঘেরাওয়ের জেরে বুধবার রাত প্রায় সওয়া একটা পর্যন্ত নিজের দফতরেই আটকে থাকেন ফালাকা নর্থ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক রাজেশ পাল৷ শিক্ষক সমিতির নেতারা অবশ্য দাবি করেন, অবর বিদ্যালয় পরিদর্শককে কোনও ঘেরাও করা হয়নি৷ সংগঠনের নেতা দীপক ভৌমিক বলেন, “আগে থেকে জানিয়েই বিকাল সাড়ে তিনটে নাগাদ আমরা ওই আধিকারিককে স্মারকলিপি দিতে গিয়েছিলাম৷ কিন্তু সাড়ে চারটা নাগাদ অফিসে এসে তিনি তা নিতে অস্বীকার করেন৷ তারপর আমরা অবস্থানে বসি৷ রাতে ব্লক প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গেলে তিনি স্মারকলিপি নিতে রাজি হন৷ তারপর আমাদের আন্দোলনও উঠে যায়৷’’ তিনি দাবি করেন, ‘‘উনি যদি আগেই স্মারকলিপি নিতেন, তা হলে অত রাত পর্যন্ত আমরাও আন্দোলন চালাতাম না ৷”

যদিও রাজেশবাবু এ দিন বলেন, “সংগঠনের নেতারা স্মারকলিপি দিতে এলে আমি তাঁদের আমার ঘরে ডেকেছিলাম৷ কিন্তু তাঁরা দাবি করতে থাকেন, আমায় অফিসের বাইরে তাঁদের সবার মাঝে গিয়ে স্মারকলিপি নিতে হবে ৷ এমন দাবি মানার কোন যুক্তি নেই বলেই মানিনি ৷ তারপরই তাঁরা আন্দোলন শুরু করেন ৷” রাজেশবাবু ইতিমধ্যেই বুধবার তাঁর সঙ্গে হওয়া গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন৷

এ দিকে সামান্য একটি স্মারকলিপি দিতে গিয়ে একজন বিদ্যালয় পরিদর্শককে এ ভাবে দলের শিক্ষক সংগঠনের নেতারা মাঝ রাত পর্যন্ত তাঁর দফতরে আটকে রাখার ঘটনা তৃণমূল নেতৃত্বও খুব একটা ভাল ভাবে নিচ্ছেন না ৷ দলের নেতা তথা ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী বলেন, ‘‘রাতে ঘটনাটি শোনার পরই ব্লক প্রশাসনের কর্তাদের ফোন করে ব্যবস্থা নিতে বলেছিলাম৷ সংগঠনের নেতাদের সঙ্গেও বিষয়টি নিয়ে বসব৷ যাতে ভবিষ্যতে তাঁরা আন্দোলন করলেও এমন পরিস্থিতি তৈরি না হয়৷’’

তবে শিক্ষক সংগঠনটি অবশ্য নিজেদের অবস্থানে অনড়৷ সংগঠনের নেতা দীপকবাবুর কথায়, ‘‘বুধবারের পরিস্থিতির জন্য দায়ি স্কুল পরিদর্শকই৷ আর সে জন্য আমরাও মাঝরাত পর্যন্ত আন্দোলন করতে বাধ্য হই৷ বিষয়টি আমাদের সংগঠনের তরফেও দলীয় নেতৃত্বকে জানানো হবে৷’

অন্য বিষয়গুলি:

Teacher's association Gherao School inspector
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE