Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ঝড়ের রাতে দুর্ঘটনায় মৃত্যু

তুমুল ঝড় বৃষ্টির রাতে কোচবিহারের দিনহাটায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

জখম: দিনহাটা মহকুমা হাসপাতালে দুর্ঘটনায় আহত। নিজস্ব চিত্র

জখম: দিনহাটা মহকুমা হাসপাতালে দুর্ঘটনায় আহত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০১:৫০
Share: Save:

তুমুল ঝড় বৃষ্টির রাতে কোচবিহারের দিনহাটায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার রাত ন’টা নাগাদ শিলিগুড়ি থেকে দিনহাটা ফিরছিল বেসরকারি রুটের ওই বাসটি। দিনহাটা থানার মাষানকুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে বাসটি। এই সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কান্দুরি বর্মন (৬১) নামে এক পথচারীর। দুর্ঘটনায় জখম হয়েছে বাসের কয়েক জন যাত্রীও। তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিন সন্ধে থেকেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় কোচবিহারে। প্রতিদিনের মতো সেই সময়ে শিলিগুড়ি থেকে দিনহাটা যাচ্ছিল বাসটি। ঝড়ের দাপটেই দুর্ঘটনা কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তাঁর বাড়ি ওই থানা এলাকার কোয়ালিদহে। জানা গিয়েছে ওই রাস্তা ধরে একটি কীর্তনের আসর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর দুই নাতি-নাতনিও ছিল সঙ্গে। তাঁদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় ও দিনহাটার এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায়। এসডিপিও বলেন, “ঝড়ের সময় দুর্ঘটনা হয়েছে। কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।” সাংসদ বলেন, “জখমদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে তা দেখা হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Stormy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE