জাতীয় বা রাজ্য সড়ক থেকে ৫০০ মিটারের মধ্যে মদের দোকান করা যাবে না। কিন্তু জেলা সড়ক হলে সেই বাধা নেই। সে কারণেই উত্তরবঙ্গের কিছু রাজ্য সড়কের কিছু কিছু অংশ জেলা সড়কে পরিণত করে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
আলিপুরদুয়ারের বক্সা ফিডার রোডের সাড়ে তিন কিলোমিটার এলাকাকে রাজ্য সড়ক থেকে জেলা সড়ক ঘোষণা করা হয়েছে সোমবার। আলিপুরদুয়ার পুর এলাকার মধ্যেই পড়ছে এই তিন কিলোমিটার। আর এই ঘোষণার পরপরই খুলে গেল বন্ধ মদের দোকান। আলিপুরদুয়ার জেলার আবগারি দফতরের আধিকারিক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘রাস্তাটি জেলা সড়ক ঘোষণা হয়েছে। ফলে শহরে চারটি মদের দোকান খোলায় বাধা নেই।’’ আলিপুরদুয়ারের মদের দোকানেরর মালিকদের সংগঠনের সম্পাদক সলিল ঘোষ বলেন, ‘‘এরপর মদের দোকানগুলো আবার খুলতে পারছে। আমরা এটাই চেয়েছিলাম।’’
আলিপুরদুয়ারের পূর্ত দফতরের কার্যনির্বাহী বাস্তুকার প্রদীপ্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, নবান্নের নির্দেশেই সম্প্রতি খোঁজ নেওয়া হয়েছিল, ওই সড়কের কতটা অংশ পুরসভা এলাকার মধ্যে পড়ে। ২৭ এপ্রিল সেই রিপোর্ট নবান্নকে পাঠানো হয়েছে। তারপরে সোমবার তাঁরা জানতে পারেন, সড়কটি জেলা সড়কে পরিবর্তন করা হয়েছে। কিন্তু তাতে কি সড়কের দেখভাল সংক্রান্ত বিষয় নিয়ে কোনও পরিবর্তন ঘটবে? প্রদীপ্তবাবু বলেন, ‘‘না। কারণ জেলা সড়ক হলেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের হাতেই থাকবে। দেখভাল করা হবে আগের মতোই।’’
উত্তর দিনাজপুর জেলা আবগারি দফতর সূত্রেও জানা গিয়েছে, রাজ্য সরকার রায়গঞ্জ পুরসভা ও কালিয়াগঞ্জ পুরসভা এলাকার রায়গঞ্জ-বালুরঘাট ১০(এ) নম্বর রাজ্য সড়ককে জেলা সড়কের মর্যাদা দিয়েছে। ফলে রায়গঞ্জ পুর এলাকায় বন্ধ হয়ে যাওয়া একটি পানশালা সহ তিনটি মদের দোকান এবং কালিয়াগঞ্জ পুর এলাকায় একটি পানশালা সহ পাঁচটি মদের দোকান মঙ্গলবার থেকে খুলে গিয়েছে বলে দাবি করেছেন, আবগারি দফতরের রায়গঞ্জের ওসি অংশুমান চক্রবর্তী।
উত্তর দিনাজপুরের দফতরের জেলা সুপারিন্টেন্ডেন্ট তপনকুমার মাইতি বলেন, ‘‘মদ থেকে রাজ্য সরকার বিরাট রাজস্ব পায়। দোকানগুলো বন্ধ হয়ে গেলে সেই রাজস্ব মার খাবে। সে কারণেই সম্ভবত এই অংশটুকু জেলা সড়কে পরিণত করা হল বলে শুনেছি।’’ উত্তর দিনাজপুরের বেশিরভাগ পানশালা ও মদের দোকান জাতীয় সড়কের ধারে। সেগুলি বন্ধই থাকছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy