নায়ক: শিলিগুড়িতে বইমেলার মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: বিশ্বরূপ বসাক
উত্তরবঙ্গে ফিল্মসিটি তৈরি হোক, শিলিগুড়িতে হলে আরও ভাল।
বইমেলার মঞ্চ থেকে ফের ফিল্মসিটির জন্য সওয়াল করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন করতে মঙ্গলবার শিলিগুড়িতে এসেছিলেন প্রসেনজিৎ। তিনি দীর্ঘ দিন ধরেই রাজ্যে ফিল্মসিটি নিয়ে প্রস্তাব-আর্জি জানিয়ে এসেছেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা চত্বরের মঞ্চ থেকে নিজেই এ কথা জানান প্রায় চারশো ছবির অভিনেতা। প্রসেনজিৎ বলেন, ‘‘আমি অন্তত ২০ বছর ধরে ফিল্মসিটির দাবি জানিয়ে এসেছি। আবার বলছি। রাজ্যে যদি কোথাও ফিল্মসিটি তৈরি করতে হয়। তা উত্তরবঙ্গেই হওয়া উচিত। শিলিগুড়িতে হলে খুব ভাল।’’
বইমেলার মঞ্চে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও। শিলিগুড়ির কাওয়াখালিতে ফিল্মসিটি তৈরির প্রস্তাব নিয়ে মন্ত্রী গৌতমবাবুও এক সময়ে উদ্যোগী হয়েছিলেন। তারপরে বিষয়টি খুব একটা এগোয়নি বলে প্রশাসন সূত্রের খবর। অনুষ্ঠান শেষে গৌতমবাবু জানিয়েছে, শীঘ্রই তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব পাঠাবেন।
ফিল্মসিটিতে শুধু সিনেমা, সিরিয়ালের শুটিং নয়। পর্যটনের জায়গাও হবে। হায়দরাবাদে প্রায় ২ হাজার একর জায়গা নিয়ে তৈরি রামোজি ফিল্মসিটিতে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা রয়েছে। বেশ কিছু পেশাদারি পর্যটন সংস্থা তাদের প্যাকেজেও ফিল্মসিটিকে অর্ন্তভুক্ত করেছে। উত্তরবঙ্গে ফিল্মসিটি তৈরি হলে সংশ্লিষ্ট এলাকার পর্যটন চিত্রও বদলে যেতে পারে বলে আশা। ফিল্মসিটিতে নানা ধরনের শুটিঙের সেট তৈরি থাকবে। পছন্দ মতো সেট তৈরি করার মতোও পর্যাপ্ত জায়গা থাকবে। অভিনেতা-অভিনেত্রীদের থাকার জন্য রিসর্ট তৈরি হবে। তাতে থাকতে পারবেন পর্যটকরাও। বিনোদন পার্ক, ক্যাফেও তৈরির প্রস্তাব ফিল্মসিটিতে। ২০১১ সালের রাজ্যে পালাবদলের পরে শিলিগুড়ির উপকন্ঠে কাওয়াখালিতে ৩০০ একর জমিতে ফিল্মসিটি তৈরির প্রস্তাব করা হয়। সরকারি ভাবে আগ্রহী সংস্থাকে আহ্বান করে দরপত্রও চাওয়া হয়।
সে সময় গৌতমবাবু ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে। গৌতমবাবু বলেন, ‘‘দু’বার আগ্রহী সংস্থাগুলিকে আহ্বান করা হয়েছিল। কোনও সাড়া মেলেনি। উত্তরবঙ্গে ফিল্মসিটি তৈরির প্রস্তাব আমাদের সরকারেরই। ডুয়ার্সের কয়েকটি জায়গা বাছাই করা হচ্ছে। নতুন প্রস্তাব তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো।’’
একলপ্তে বেশি জমি পাওয়ার আশা এবং প্রাকৃতিক সৌন্দর্য—দু’য়ের জন্য ডুয়ার্স নিয়েই আপাতত ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এ দিন বইমেলার মঞ্চ থেকে প্রসেনজিতের আত্মজীবনীর উত্তরবঙ্গে প্রকাশ হয়। প্রসেনজিতের প্রথম ছবি দু’টি পাতা। উত্তরবঙ্গের চা বাগানে সেই ছবির আউটডোর শুটিং হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy