নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল শিলিগুড়ি মাটিগাড়া থানা এলাকার কলাইবস্তি এলাকার এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ি মাটিগাড়া থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অভিযুক্তকে।
পরিবারের অভিযোগ, নাবালিকার মা নিজের ব্যক্তিগত কাজে ভিন্রাজ্যে গিয়েছিলেন, সেই সুযোগে এলাকারই দন্ত চিকিৎসক ১০ বছর বয়সি ওই নাবালিকার দাঁত পরিষ্কার করার জন্য তাঁর চেম্বারে ডাকেন। সেই সুযোগে চেম্বারের ভিতরে তার শ্লীলতাহানি করেন এবং নাবালিকাকে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেন তিনি। পরে নাবালিকার মা বাড়িতে ফিরলে সে তাঁকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এর পরেই শিলিগুড়ি মাটিগাড়া থানায় ওই দন্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এলাকারই এক ডাক্তারের বিরুদ্ধে। পকসো আইনে মামলা রজু করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।”