তালাবন্ধ: বিশ্ববিদ্যালয়ের বন্ধ ফটকের সামনে ছাত্রছাত্রীরা। নিজস্ব চিত্র
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পার্ট ওয়ান ও পার্ট টু অনার্সের ফল নিয়ে চরম অসন্তোষ ছড়ালো ছাত্রছাত্রীদের মধ্যে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ জানুয়ারি অনার্সের পার্ট ওয়ান ও পার্ট টু-র ফল প্রকাশিত হয়েছে। অনার্সের পার্ট ওয়ানে ১১ হাজার ৬৬৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন ৫১.৮৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬৭.৭৮ শতাংশ। অর্থাৎ, এ বার পাশের হার কমেছে ১৫ শতাংশেরও বেশি। পার্ট টু-তে ৭ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮০.৬৫ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৪.৯৮ শতাংশ। আর এই ফল প্রকাশ হতেই অসন্তোষ ছড়ায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ভুলে ভরা ফল প্রকাশ করা হয়েছে।
ছাত্রছাত্রীদের অভিযোগ, ভাল করে খাতা না দেখে তড়িঘড়ি ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সেই ফল নিয়ে অভিযোগ জানাতে এসে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রছাত্রীরা। তাঁরা গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তালা বন্ধ থাকবে কেন? এক ছাত্রী বলেন, ‘‘আমরা কার কাছে অভিযোগ জানাবো?’’ তবে, পরে দু’জন ছাত্র প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হয়। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অব কলেজেস-এর সঙ্গে দেখা করে অভিযোগ জানান।
কালিয়াচকে সাউথ মালদহ কলেজেও বিক্ষোভ হয়। এ দিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকা থেকে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী এসেছিলেন তাঁদের অভিযোগ জানাতে। কিন্তু অভিযোগ জানানো দূরের কথা, গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। আন্দোলনকারী এক ছাত্র রমেশ রায় বলেন, ‘‘ভাল ছাত্রছাত্রীদের গড় নম্বর দেওয়া হয়েছে। কেউ ১ অথবা কেউ ২ নম্বরের জন্য ফেল করেছেন। নম্বর দেখে বোঝা যাচ্ছে খাতা ভাল করে দেখা হয়নি।’’ তাই দাবি উঠেছে ভাল করে খাতা দেখে নতুন করে ফল প্রকাশ করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায় মূল ফটকে তালা ঝুলছে। বাইরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলছে। গেটের ওপারে নিরাপত্তাকর্মীরা পরিচয়পত্র দেখে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক শ্যামাপদ মণ্ডল ছুটিতে। ইন্সপেক্টর অব কলেজেস অপূর্ব চক্রবর্তী বলেন, ‘‘পরীক্ষার ফল নিয়ে অভিযোগ জানাতে আমার কাছে দুই ছাত্র প্রতিনিধি এসেছিলেন। যেহেতু বিষয়টি পরীক্ষা নিয়ামক দফতরের, তাই সেখানে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।’’
পরীক্ষা নিয়ামকের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক রাজীব পুততুণ্ড জানান, বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। পরীক্ষার প্রকাশিত ফল পর্যালোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের গেট কেন তালাবন্ধ ছিল তা নিয়ে কেউ মন্তব্য করতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy