Advertisement
০৬ নভেম্বর ২০২৪

স্কুল পরিদর্শকের কাছে নথি জমার পরামর্শ পার্থর

টেট উত্তীর্ণদের মধ্যে যাঁদের নাম নিয়োগের তালিকায় স্থান পায়নি, তাঁদের স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানিয়ে নথিপত্র জমা করতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে মাধ্যমিকের দু’টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫৩
Share: Save:

টেট উত্তীর্ণদের মধ্যে যাঁদের নাম নিয়োগের তালিকায় স্থান পায়নি, তাঁদের স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানিয়ে নথিপত্র জমা করতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে মাধ্যমিকের দু’টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। নেতাজি গার্লস স্কুলের সামনে টেট উত্তীর্ণ হয়েও যাঁরা চাকরি পাননি তারা তাঁর কাছে অভিযোগ জানান। স্কুল পরিদর্শকের কাছে জানিয়ে নথি জমা করলে শিক্ষা দফতর তা দেখবে বলে আশ্বাস দেন মন্ত্রী। প্রার্থীদের অভিযোগ, তাঁদের চেয়ে কম মেধা সম্পন্নরা সুযোগ পেয়েছে। শিক্ষামন্ত্রী জানান, যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা সংরক্ষণের তালিকায় পেয়েছেন। টেট উত্তীর্ণরা জানান, তাঁদের অনেকেও পিছিয়ে পড়া সম্প্রদায়, তফসিলি উপজাতি ভুক্ত। তাও সুযোগ পাননি। তা শুনে মন্ত্রী বলেন, ‘‘স্কুল পরিদশর্কের কাছে লিখিত ভাবে জানান। বিষয়টি খতিয়ে দেখব।’’

বিভিন্ন জেলায় প্রাথমিকে নিয়োগ তালিকা টাঙিয়ে স্বচ্ছভাবেই করা হয়েছে বলে শিক্ষামন্ত্রীর দাবি। অথচ শিলিগুড়িতে প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে কোনও মেধা তালিকা না-টাঙিয়ে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের ডেকে নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। তা নিয়ে সরব হয় বিরোধীরা। তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যদের একাংশ এর প্রতিবাদ জানান।

শিলিগুড়িতে প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন স্কুল পরিদর্শক বিজয়লক্ষ্মী পাল। তিনি জানিয়েছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ভাবে বলেছেন সে ভাবেই করছেন তিনি। এ দিন শিক্ষামন্ত্রী তা জানার পর বলেন, ‘‘তালিকা টাঙাতে বলা হয়েছিল। এ ব্যাপারে অভিযোগ ওঠায় তাঁকে ডেকে জানতে চাইব, কেন তিনি অসত্য বলছেন। প্রয়োজনে তাঁকে সরিয়ে দেওয়া হবে।’’ এর আগে পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষক সংগঠনের নেতা রঞ্জন শীলশর্মা কিছু স্কুলে বাড়তি শিক্ষক নিয়োগ করার অভিযোগ তুলেছিলেন। শিক্ষামন্ত্রী জানান, রঞ্জনবাবুকেই তালিকা তৈরি করে দিতে বলা হবে কোথায় বেশি রয়েছে? বেশি থাকলে অন্যত্র পাঠানো হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE