প্রতীকী ছবি।
নিরাপত্তায় নজর নেই। জানালা, ঘুলঘুলি ভাঙা। এই সুযোগে সোমবার গভীর রাতে কোচবিহার এবিএন শীল কলেজের সিস্টার নিবেদিতা ছাত্রী আবাসের এক ছাত্রীর রুমে এক যুবক ঢুকে পড়ে বলে অভিযোগ। ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করতেই চিৎকার জুড়ে দেয় সে। বিপদ বুঝতে পেরে পালিয়ে যায় ওই অভিযুক্ত। ওই ঘটনা নিয়ে মঙ্গলবার কলেজে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অধ্যক্ষের ঘরের সামনে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। পরে কোতোয়ালি থানায় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়।
এবিএনশীল কলেজের অধ্যক্ষ বিমল সাহা বলেন, “ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে। থানায় অভিযোগ জানাব। কেন এমনটা ঘটল, তা খতিয়ে দেখা হবে।”
কলেজ সূত্রের খবর, এবিএনশীল কলেজে দ্বিতল ওই হস্টেল রাসমেলার মাঠ ঘেঁষে ব্যাংচাতড়া রোডের পাশে বহু বছর ধরে রয়েছে। সেখানে নিরাপত্তারক্ষীও রয়েছে। আগে কখনও বাইরের কেউ ভিতরে ঢুকে পড়ার অভিযোগ ওঠেনি।
সব মিলিয়ে বর্তমানে ৬৫ জন পড়ুয়া রয়েছেন। হস্টেলের একটি রুমে দু’জন করে ছাত্রীকে থাকার অনুমতি দেওয়া হয়। ওই দিন রাতে ইতিহাস বিভাগের ওই ছাত্রী কলেজে একাই ছিলেন। তাঁর সঙ্গী বাড়ি চলে যান। তিনি রাতে ঘুমিয়ে পড়েছিলেন।
তিনি বলেন, “ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি সামনে এক যুবক দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারে যতটুকু দেখেছি হালকা পাতলা গড়নের ছেলে। ওই যুবকের কানে দুল ছিল। আমি চিৎকার শুরু করতেই সে পালিয়ে যায়।”
ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই হস্টেলের সংস্কারের অভাবে ধুঁকছে। বেশ কিছু জানালা ও ঘুলঘুলির অবস্থা খারাপ। রাতে মাঝে মধ্যে নিরাপত্তারক্ষীও থাকেন না বলে তাঁদের দাবি। তাঁরা রাতে হস্টেলের সামনে পুলিশ পাহারা রাখার দাবি করেছে। অভিভাবকেরাও উদ্বিগ্ন। ওই কলেজের নির্বাচিত প্রতিনিধি দেবজিৎ বক্সি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা ভাল নয়। দীর্ঘ দিন ধরে ওই বিল্ডিং সংস্কার করা হয় না।” পুলিশ সে ব্যাপারে আশ্বাস দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy