Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোহন

১৯ ডিসেম্বর রাতে জলপাইগুড়ি পুরসভায় একটি বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মোহনবাবু। সন্ধের পর বাড়িতে ফিরলে তাঁর অসুস্থতা আরও বাড়ে৷

ছন্দে: দলীয় অফিসে মোহন বসু। বুধবার। —নিজস্ব চিত্র।

ছন্দে: দলীয় অফিসে মোহন বসু। বুধবার। —নিজস্ব চিত্র।

অভিজিৎ সাহা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০২:৪১
Share: Save:

দিল্লির নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু৷ বুধবার সন্ধ্যায় জলপাইগুড়িতে তাঁকে স্বাগত জানাতে বাড়ির সামনে ভিড় জমান তার গুণমুগ্ধরা৷

১৯ ডিসেম্বর রাতে জলপাইগুড়ি পুরসভায় একটি বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মোহনবাবু। সন্ধের পর বাড়িতে ফিরলে তাঁর অসুস্থতা আরও বাড়ে৷ চিকিৎসকদের পরামর্শে রাতে শহরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে দেখা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে৷ অবস্থা সঙ্কটজনক দেখে গভীর রাতেই তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করেন জলপাইগুড়ি চিকিৎসকরা৷ পরে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়৷

মঙ্গলবার দিল্লির নার্সিংহোম থেকে তাঁকে ছুটি দেওয়া হয়৷ এ দিনই বিমানে বাগডোগরা ফেরেন তিনি৷ সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়িতে আসেন৷ তাঁকে স্বাগত জানাতে বাগডোগরাতেও উপস্থিত ছিলেন অনেকে৷ বাড়িতে ঢোকার আগে নিজের পাড়ার ওয়ার্ড অফিসে গিয়ে চা ও মুড়ি খান তিনি৷

মোহনবাবু বলেন, ‘‘এতদিন বুঝতাম না যে আমার বয়স হয়েছে৷’’ তিনি জানান, এতদিন তাঁর সঙ্গে কয়েকজন কাউন্সিলর দিল্লিতে থাকায় পুর পরিষেবায় কিছু ঘাটতি হয়েছে৷ তা দ্রুত মিটিয়ে ফেলা হবে৷

মোহনবাবুর আপ্ত সহায়ক চিরঞ্জিত সরকার বলেন, ‘‘দিল্লির চিকিৎসকরা রুটিন বেঁধে দিয়েছেন৷ সেই অনুযায়ীই চলবেন মোহনবাবু৷ আপাতত কয়েকদিন বাড়িতে বিশ্রাম নেবেন৷ তারপর কাজে যোগ দেবেন৷’’ মাস খানেক পর ফের একবার শারিরীক পরীক্ষার জন্য তাঁকে দিল্লী যেতে হতে পারে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে৷

অন্য বিষয়গুলি:

Mohan Basu Jalpaiguri Munipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE