সোমবার বিকেলে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একাধিক কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বনমন্ত্রী। —নিজস্ব চিত্র।
দার্জিলিং চিড়িয়াখানায় আসছে সাইবেরিয়ান টাইগার। সোমবার এমনই একাধিক নতুন পরিকল্পনার কথা শোনালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সোমবার বিকেলে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একাধিক কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। দু’টি ব্যাটারি চালিত গাড়ি উদ্বোধন করেন মন্ত্রী। পাশাপাশি হগ ডিয়ার এবং ভারতীয় কৃষ্ণসার হরিণের এনক্লোজার উদ্বোধন করেন। বেঙ্গল সাফারির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, ‘‘উত্তরবঙ্গের অভয়ারণ্যকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা রয়েছে৷ তার মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং চিড়িয়াখানায় আপাতত দু’টি সাইবেরিয়ান টাইগার নিয়ে আসা। ইউরোপের সাইপ্রাস থেকে খুব শীঘ্রই আনা হচ্ছে সেগুলিকে।’’
কার্শিয়াংয়ের ডাওহিল পরিদর্শন করার পর মন্ত্রী বলেন, ‘‘ডাওহিলে ইকো-ট্যুরিজম ব্যবস্থা গড়ে তুলতে হবে৷ তার জন্য পর্যটন দফতরের সঙ্গে আলোচনা হচ্ছে৷ এ ছাড়া কার্শিয়াংয়ের ডাওহিলে এমন পাখি রয়েছে যেগুলি বিদেশ থেকে আসে। তা দেখতেও পর্যটকেরা ভিড় জমাবেন এখানে।’’ বেঙ্গল সাফারির পরিকাঠামো নিয়ে জ্যোতিপ্রিয় জানান, নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হচ্ছে। সাফারিতে বাঘ এবং সিংহের পাশাপাশি জেব্রা, জিরাফ ও হিপো নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy