টাকা জমা রাখলে ১৫ শতাংশ সুদ দেওয়ার লোভ দেখিয়ে ফাঁদ পেতে শহরে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল শিলিগুড়িতে। অভিযোগ পেয়ে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃত বিশাল সাহা হাকিমপাড়ার বাসিন্দা। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই বিশাল-সহ তাঁর পরিবারের কয়েক জন সদস্য এই আর্থিক প্রতারণা চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ। তাঁদের টাকা দিলে ১৫ শতাংশ সুদ দেওয়া হবে বলে লগ্নিকারীদের জানাতেন তাঁরা। অভিযোগ, অতিরিক্ত টাকা পাওয়ার আশায় অনেকে বিশ্বাস করে তাঁদের লক্ষাধিক টাকা দিয়েছিলেন। টাকা দেওয়ার পরে কয়েক মাস সুদ দেওয়া হত। লোভে পড়ে আরও বেশি টাকা দিতেন অনেকে। অভিযোগ, কয়েক জন সোনার গয়নাও দিয়েছিলেন। এ ভাবেই প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।
অভিযোগ, কয়েক দিন পরেই সুদের টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। সেই সময় আসল টাকা চাইলেও তা আরও পাননি বলে অভিযোগ অনেকের। কিছু দিন আগে পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন প্রতারণার শিকার দুই জন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার রাতে পুলিশ বিশালকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, বিশাল ও পরিবারের সদস্যরা মিলে এলাকার একাধিক বাসিন্দা-সহ শহরের কয়েক জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। অভিযোগ, মোট অঙ্কের পরিমাণ ২ কোটি টাকারও বেশি। হাকিমপাড়ার বাসিন্দা রাজু সাহা বলেন, “আমার এক আত্মীয়ের কাছ থেকেও টাকা নিয়েছিল। পরে সেই টাকা ফেরত দেওয়া হয়নি।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)