Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিজেপি ‘ঝুটা পার্টি’, সমালোচনায় রাজীব

বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসুরিয়া এলাকায় দলের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে নামেন মন্ত্রী।

সংযোগ: প্রচারে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার, গঙ্গারামপুরের বাসুরিয়ায়। —নিজস্ব চিত্র

সংযোগ: প্রচারে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার, গঙ্গারামপুরের বাসুরিয়ায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৫:০০
Share: Save:

দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নেমে বিজেপি সরকারের সমালোচনা করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসুরিয়া এলাকায় দলের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে নামেন মন্ত্রী। নোটবন্দি নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।

এ দিন তিনি বলেন, ‘‘একশো দিনের মধ্যে সুদিন ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু ‘আচ্ছে দিন’ আর আসেনি। এমনকি, কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা বলা হলেও কেউ আজ পর্যন্ত ১৫ পয়সাও পাননি।’’

আজ কোথায় কোথায় ভোট, দেখে নিন

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন প্রচারে নেমে মন্ত্রী বিজেপিকে ‘ঝুটা পার্টি’ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘বছরে ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলেছিল বিজেপি সরকার। সেই হিসাবে পাঁচ বছরে ১০ কোটি বেকারের চাকরি পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কেউ কেন্দ্রীয় সরকারি কোনও চাকরি পায়নি।তৃণমূল মন্ত্রী রাজীবের ওই বক্তব্য প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের পাল্টা অভিযোগ, ‘‘ঝুটা পার্টি কারা, রাজ্যের মানুষ টের পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের টাকায় রাজীববাবুরা দফতর চালাচ্ছেন। কেন্দ্র সরকারের প্রকল্পগুলি রাজ্যে তাঁরা নিজেদের নামে প্রচারের চেষ্টা করছেন। মানুষ তাঁদের এই কায়দা ধরে ফেলেছেন। ভোটেই তাঁরা এর জবাব পেয়ে যাবেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE