—ফাইল চিত্র।
সেই দাড়িভিট-কাণ্ডকে হাতিয়ার করেই প্রচার শুরু করল বিজেপি।
দাড়িভিটে নিহত তাপস বর্মণের বাড়ি গিয়েছিলেন ইসলামপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডল। মঙ্গলবার শুধু ওই বাড়িতেই নয়, স্থানীয় শ্মশানে তাপস ও আর এক নিহত রাজেশ সরকারের সমাধিস্থলেও গিয়েছিলেন তিনি। পরে সৌম্যরূপ বলেন, ‘‘দাড়িভিটের ঘটনার কোনও তদন্ত হয়নি। নিরীহ ছেলেদের যারা গুলি করল, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। অথচ কিছু নির্দোষ লোক গ্রেফতার হয়েছিল। আমরা চাই, তারপর তদন্ত করাতে। আমরা তাই শ্মশান থেকে এসে শপথ নিয়েছি।’’ তাপসের বাড়িতে বসেও তিনি আশ্বাস দেন, মাটির নিচে দেহের একটি হাড় পরে থাকলেও তা দিয়েই তদন্ত শুরু করাবেন তিনি। লোকসভার পর উপনির্বাচনেও দাড়িভিট থেকেই প্রচার শুরু করেছে বিজেপি।
২০১৬ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌম্যরূপই প্রার্থী ছিলেন। সেই সময় প্রায় ১৮ হাজারের মতো ভোট পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে দুই ছাত্রমৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়েছিল দাড়িভিট। সেইসময় অবশ্য নিহতদের পরিবারকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করেছিলেন বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের বক্তব্য, সেই দাড়িভিট-কাণ্ডকে ভর করেই এবারের নির্বাচনে লড়তে চলেছেন বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনেও দাড়িভিটকে সামনে রেখেই প্রচার শুরু করেছিলেন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী।
সোমবার উপনির্বাচনের মনোনয়নে ইসলামপুরে ছিলেন রাজেশ ও তাপসের পরিবারের লোকেরাও। এখন প্রচারেও নামবেন বলে তাঁরা জানিয়েছেন। নিহত তাপসের মা মঞ্জু বর্মণ বলেন, ‘‘আমরা চাই, আমাদের ছেলেদের বিচার। সেই বিচার পেতে আমাদের যার পিছনে দৌড়তে হয়, আমরা দৌড়ব। অবশ্যই বিজেপি প্রার্থীর প্রচারে নামছি।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আব্দুল করিম চৌধুরী। কানাইয়ালাল আগরওয়াল তাঁর হয়ে প্রচারেও নেমেছেন। কাজেই এবার দু’পক্ষেরই লড়াই কঠিন বলে মনে করছে রাজনৈতিক মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy