Advertisement
২৭ নভেম্বর ২০২৪

ঐতিহ্যের ইউরোপিয়ান ক্লাব নিয়ে দিদি-দরবারে

একশো পঁচিশ বছরে পা দিতে চলা জলপাইগুড়ি ক্লাব তথা ইউরোপিয়ান ক্লাবের সামনের টেনিস কোর্ট খোঁড়া হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০৪:২২
Share: Save:

‘দিদিকে বলো’তে এ বার জলপাইগুড়ির ইউরোপিয়ান ক্লাব নিয়ে অভিযোগ হতে চলেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান এবং হেরিটেজ কমিশনের প্রাক্তন সদস্য আনন্দগোপাল ঘোষ মঙ্গলবার দাবি করেন, তিনি এই অভিযোগ জানাবেন। দিদিকে বলোর ফোন নম্বরও তিনি এ দিন জোগাড় করেছেন।

একশো পঁচিশ বছরে পা দিতে চলা জলপাইগুড়ি ক্লাব তথা ইউরোপিয়ান ক্লাবের সামনের টেনিস কোর্ট খোঁড়া হয়েছে। শতাব্দী প্রাচীন ক্লাবের হলঘরের চেহারা বদলানোর কাজ চলছে। ক্লাবের একাংশ বিয়েবাড়ি ও অন্যান্য অনুষ্ঠানে ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। এতেই আপত্তি শহরের বিশিষ্টজনেদের একাংশের। যে ভবন হেরিটেজ স্বীকৃতির দাবিদার, সেই ভবনে কোনও রদবদল করা যাবে না এবং ব্যবসায়ীক কাজে ব্যবহার হতে দেওয়া যাবে না বলে দাবি তাঁদের। বিশিষ্টজনেরা একটি কমিটি গড়ে এ দিন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুনীল আগরওয়ালকে স্মারকলিপিও দিয়েছেন।

এই দলে আনন্দগোপাল ঘোষ ছাড়াও ছিলেন উমেশ শর্মা, সরোজকুমার চৌধুরী, জ্যোতিপ্রসাদ রায়, নীহার মজুমদার, সৈয়দ নজরুল হক প্রমুখ। তাঁরা এ দিন জেলাশাসকের দফতরে গিয়ে ইউরোপিয়ান ক্লাবের ভোলবদল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তা নিয়ে প্রতিবাদ জানান। ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান ক্লাব নভেম্বরে ১২৫ বছরে পা দিতে চলেছে। বিশিষ্টরা এই প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাবটির পুনরুজ্জীবনে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। আনন্দগোপাল বলেন, ‘‘দিদিকে বলোর নম্বরে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইব। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য সংরক্ষণে রাজ্যকে পদক্ষেপ করতে হবে।”

বিশিষ্টদের কমিটির দাবি, রাজ্যের হেরিটেজ কমিটির সদস্যরা জলপাইগুড়ি শহর পরিদর্শন করে গিয়েছেন। ইউরোপিয়ান ক্লাব, রাজবাড়ি-সহ কয়েকটি স্থাপত্য দেখে সেগুলিকে হেরিটেজ ঘোষণা করে জলপাইগুড়িকেও হেরিটেজ শহরের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার সে পথে এগোচ্ছে বলেও দাবি। চিত্রশিল্পী নীহার মজুমদারের মন্তব্য, “ইতিমধ্যে তো একশো বছরের পুরোনো টেনিস কোর্ট খুঁড়ে নষ্ট করা হয়েছে। প্রতিদিন একটি করে হেরিটেজ নষ্ট হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ক্লাবের চেহারা এক রেখে সংস্কার করা উচিত।”

ক্লাবের তরফে দাবি করা হয়েছে, ভবনের চেহারা বিন্দুমাত্র পরিবর্তন করা হবে না। সংস্কার শেষ হলে টেনিস কোর্টও ফিরিয়ে দেওয়া হবে। ক্লাবটি জরাজীর্ণ হয়ে রয়েছে বলে সংস্কার করা হচ্ছে। বিশাল ক্লাবভবন সংস্কার করতে অর্থ প্রয়োজন, তাই অনুষ্ঠানে ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি। আগামী সপ্তাহে ক্লাবের ডিরেক্টরদের সভা হওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy