Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
GTA

Jagdeep Dhankhar: ‘জিটিএ দুর্নীতির’ অডিট হবে, শপথগ্রহণ অনুষ্ঠানে বললেন রাজ্যপাল, স্বাগত জানালেন অনীত

দার্জিলিঙের ভানু ভবনে জিটিএ-র বোর্ড সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে, জিটিএ চিফ এগ্‌জিকিউটিভ হিসেবে অনীত থাপাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।

রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপাল জগদীপ ধনখড়। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৫:০১
Share: Save:

জিটিএ-তে দুর্নীতির অভিযোগ নিয়ে অনেক দিন ধরেই সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। এ বার বোর্ড সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানেও সেই অভিযোগের কথা তুললেন তিনি। ওই অভিযোগের প্রেক্ষিতে অডিটের কথাও বলেছেন রাজ্যপাল। পাশাপাশি, এ বার থেকে প্রত্যেক বার অডিট করানোর কথাও তিনি জানিয়েছেন। ধনখড়ের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জিটিএ-র চিফ এগ্‌জিকিউটিভ অনীত থাপা।

বৃহস্পতিবার দার্জিলিঙের ভানু ভবনে হয় জিটিএ-র বোর্ড সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে জিটিএ-র চিফ এগ্‌জিকিউটিভ অনীত থাপাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। সেখানে নবনির্বাচিত বোর্ড সদস্যদের তিনি বলেন, ‘‘পাহাড়ের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।’’ ধনখড়ের মতে, ২০১৯ সালে জিটিএ-তে ‘দায়িত্ব’ এবং ‘স্বচ্ছতার অভাব’ ছিল। পাশাপাশি, সরকারের দেওয়া টাকার হিসাব রাখা হয়নি বলেও অভিযোগ তাঁর। ২০১৯ সাল থেকে জিটিএ-তে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার অডিট করা উচিত বলে জানিয়েছেন রাজ্যপাল। তাঁর কথায়, ‘‘এ বার থেকে প্রত্যেক বার অডিট হবে। যাঁরা দুর্নীতি করেছেন তাঁরা শাস্তি পাবেন। কাউকে ছাড়া হবে না। আপনি অনেক বড় হতে পারেন। কিন্তু আইনের থেকে বড় নন।’’

রাজ্যপালের বক্তব্য নিয়ে অনীত বলেন, ‘‘জিটিএ-তে প্রতি বার অডিট হয়। যখনই রাজ্যপাল আসেন তখনই অডিটের কথা বলেন। রাজ্যপালের বক্তব্যকে স্বাগত। সরকারের দেওয়া প্রতিটা পয়সার হিসাব রাখা উচিত।’’

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের পদাধিকারীদেরও নাম ঘোষণা হয়েছে। দার্জিলিং সফর সেরে কলকাতা ফেরার আগে শিলিগুড়ির একটি লজে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের পাহাড় এবং সমতলের পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠক শেষে সদ্য দখলে আসা মহকুমা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং দলনেতার নাম ঘোষণা করেন তিনি। সভাধিপতি হতে চলেছেন নকশালবাড়ি থেকে জয়ী প্রার্থী অরুণ ঘোষ। সহ-সভাধিপতি পদে বসবেন বিধাননগর থেকে জয়ী রেশমি এক্কা এবং দলনেতা হিসেবে শপথ নেবেন মাটিগাড়া থেকে জয়ী ক্যাপ্টেন নলিনীরঞ্জন ঘোষ। অরূপ বলেন, ‘‘আপাতত শুধুমাত্র মহকুমা পরিষদের এই তিন জনের নাম ঘোষণা হয়েছে। বাকি পঞ্চায়েত সমিতি এবং অন্য পদগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব সম্ভবত এ মাসের শেষের দিকেই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।’’

তৃণমূল সূত্রে খবর , এ মাসের শেষের দিকে আবারও উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি-সহ কালিম্পঙেও যাওয়ার কথা তাঁর।

অন্য বিষয়গুলি:

GTA Jagdeep Dhankar Anit Thapa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy