দার্জিলিংয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফের রাজ্যের দাবিতে রাস্তায় নামার হুঁশিয়ারি দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন। মঙ্গলবার কোচবিহার জেলাশাসকের দফতরে গিয়ে ওই ব্যাপারে চিঠি দিয়েছেন বংশীবাবু।
তিনি জানিয়েছেন, আগামী ২৮ অগস্ট, গ্রেটারের ‘ভারতভুক্তি চুক্তি’ দিবসে কয়েক হাজার লোক নিয়ে পদযাত্রা করবেন তিনি। গোসানিমারি রাজপাটে জমায়েত হয়ে সকাল ৯ টা নাগাদ সেখান থেকে পদযাত্রা করবেন তিনি। সাহেবেরহাট হয়ে ওই পদযাত্রা কোচবিহারে সাগরদিঘি পাড়ে বীর চিলা রায়ের পাদদেশে পৌঁছবে। জেলাশাসক কৌশিক সাহাকে ওইদিন স্মারকলিপি দেওয়া হবে।
বংশীবাবু অভিযোগ করেন, ভারতভুক্তি চুক্তি মোতাবেক কোচবিহারের বাসিন্দাদের যা যা সুবিধে পাওয়ার কথা তার কোনওটাই কেউ পাচ্ছেন না। সেই দাবিগুলি তুলে ধরা হবে। পাহাড়ে যখন আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন চলছে সেই সময় এই আন্দোলনের ডাক নিয়ে সতর্ক রয়েছে পুলিশ- প্রশাসন। বংশীবাবুর অবশ্য স্পষ্ট কথা, “দার্জিলিঙের আন্দোলনের সঙ্গে এর কোনও যোগ। চুক্তি মোতাবেক আমরা আমাদের অধিকার চাই।”
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আন্দোলন যে কেউ করতেই পারে। মানুষ বিচার করবে।” প্রশাসনের এক কর্তা বলেন, “পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy