Advertisement
০৪ নভেম্বর ২০২৪

গাড়ির ধাক্কায় মৃত্যু শিল্পীর

সন্ধে সাতটা নাগাদ তিনি জাতীয় সড়কের ধার দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় ডালখোলাগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে পালায়, আঘাত লাগে তাঁর মাথায় ও বুকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
রায়গঞ্জ শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০৫:২৭
Share: Save:

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক লোকসঙ্গীত শিল্পীর। শুক্রবার রাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃত নীহারু সিংহ (৫৫) করণদিঘির আলতাপুর ২ পঞ্চায়েতের চরকাডাঙ্গির বাসিন্দা ছিলেন। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘গাড়িটিকে চিহ্নিত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।’’

বড় ছেলে পুণ্যর দাবি, ‘‘রাজ্য সরকার বাবাকে সরকারি ভাতাপ্রাপ্ত লোকশিল্পীর মর্যাদা দেয়। প্রতি মাসে তিনি এক হাজার টাকা করে সরকারি ভাতাও পেতেন।’’

পুলিশ জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি বাড়ির পাশে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি চায়ের দোকানে যান। সন্ধে সাতটা নাগাদ তিনি জাতীয় সড়কের ধার দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় ডালখোলাগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে পালায়, আঘাত লাগে তাঁর মাথায় ও বুকে। তাঁরা জানান, অন্ধকারে গাড়িটিকে দেখতে পাননি। তাঁরাই নীহারুকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। রাত ১০টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর।

পুণ্য বলেন, ‘‘আমরা নিয়মিত দিনমজুরির কাজ পাই না। বাবার রোজগারেই সংসার চলত। বাবার মৃত্যু হওয়ায় এখন কী ভাবে সংসার চলবে, তা ভেবে দুশ্চিন্তায় রয়েছি। রাজ্য সরকার সরকারি আর্থিক সাহায্য না করলে পরিবারের লোকেদের নিয়ে আমাদের পথে বসতে হবে।’’

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাসের দাবি, ‘‘সরকারি ভাতাপ্রাপ্ত কোনও শিল্পীর স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে তাঁর পরিবারকে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কোনও প্রকল্প নেই।’’

অন্য বিষয়গুলি:

Death Folk Singer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE