বিশ্ব প্রতিবন্ধী দিবসে শিলিগুড়ি হিলকার্ট রোডে মোটরবাইক আরোহীদের হাতে চকোলেট দিয়ে হেলমেট পরতে সচেতন করছে প্রতিবন্ধী শিশুরা। — সন্দীপ পাল
ট্রাফিক পুলিশের ইশারায় বাইক থামতেই, পাশ থেকে হুইল চেয়ারের চাকা এক হাতে ঠেলে এগিয়ে গেল অরুণা, আরেক হাতে চকোলেট। বাইক চালকের দিকে চকোলেট এগিয়ে দিয়ে বলল, ‘‘কাকু হেলমেট পরনি, তাই চকোলেট দিলাম।’’ বিব্রত বাইকচালক কথা না বাড়িয়ে এগিয়ে গেলেন। শনিবার সকাল থেকে দুপুর শিলিগুড়ির মহানন্দা সেতু লাগোয়ো হিলকার্ট রোডের মোড়ে এমনই এক হেলমেটবিহীন বাইক চালক চকোলেট উপহার পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরদের থেকে। বিশ্ব প্রতিবন্ধী দিবসে এমনই আয়োজন করেছিল শিলিগুড়ির ‘অনুভব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক রূদ্রনাথ ভট্টাচার্য, সমাজকর্মী মদন ভট্টাচার্য সহ অনান্যরা। এ দিন সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের দিয়ে ট্রাফিক সচেতন করা হল নাগরিকদের। বিনা হেলমেটের বাইক চালকদের থামিয়ে চকোলেট উপহার দিয়েছে শিশুরা। সংস্থার কর্মকর্তা প্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, শুধু জরিমানা করে হেলমেট ব্যবহার করানো সম্ভব নয়, তার জন্য সচেতনতা প্রসারই একমাত্র বিকল্প। সে কারণেই এই উদ্যোগ বলে প্রদীপবাবু জানিয়েছেন। এ দিনের অনুষ্ঠানের পরে মদনবাবু শিশুদের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy