Advertisement
১৩ নভেম্বর ২০২৪

গিদ্দা পাহাড়ে অনুষ্ঠান চান বিনয়

জিটিএ সূত্রের খবর, তৃণমূল ক্ষমতায় আসার পরে ফি বছর ২৩ জানুয়ারি পাহাড়ে রাজ্য পর্যায়ের অনুষ্ঠান হয়েছে। দার্জিলিং ম্যালেই সেই অনুষ্ঠান হয়। এ বারও সেখানেই হওয়ার কথা।

বিনয় তামাং। —ফাইল চিত্র।

বিনয় তামাং। —ফাইল চিত্র।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৪:০৬
Share: Save:

সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁর স্মৃতিবিজড়িত কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অনুষ্ঠান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) তত্ত্বাবধায়ক চেয়ারম্যান বিনয় তামাং।

জিটিএ সূত্রের খবর, তৃণমূল ক্ষমতায় আসার পরে ফি বছর ২৩ জানুয়ারি পাহাড়ে রাজ্য পর্যায়ের অনুষ্ঠান হয়েছে। দার্জিলিং ম্যালেই সেই অনুষ্ঠান হয়। এ বারও সেখানেই হওয়ার কথা। কিন্তু, বিনয় চাইছেন, এ বার গিদ্দা পাহাড়েও একটি বড় মাপের অনুষ্ঠান হোক। উত্তরকন্যার একটি সূত্রের দাবি, সব ঠিক থাকলে ২২ জানুয়ারি দার্জিলিংয়ে যাবেন মুখ্যমন্ত্রী। পরদিন, ২৩ জানুয়ারির অনুষ্ঠান ম্যালেই হবে। আলাদা করে জিটিএ-রাজ্য সরকার মিলে গিদ্দা পাহাড়ে পৃথক একটি অনুষ্ঠান করতে পারে বলে সেই সূত্রটির দাবি।

জিটিওয়ের তত্ত্বাবধায়ক চেয়ারম্যান বলেন, ‘‘কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে নেতাজির বাড়ি ঘিরে অনেক স্মৃতি রয়েছে। আমরা চাইছি সেখানে আগামী ২৩ জানুয়ারি একটা অনুষ্ঠান হোক। তবে গোটা বিষয়টিই মুখ্যমন্ত্রীর বিবেচ্য।’’ বিনয় এটাও জানান, দার্জিলিংয়ের ম্যালে রাজ্য পর্যায়ের অনুষ্ঠান তো প্রতি বছরই হয়। এ বার গিদ্দা পাহাড়ে হলে কার্শিয়াং, মিরিক, সুকনা, গয়াবাড়ি, তিনধারিয়ার লোকজন বেশি অংশগ্রহণ করতে পারবেন। তাঁর কথায়, ‘‘এতে শিলিগুড়ি থেকেও যাতায়াত সুবিধা হবে। দার্জিলিংয়ের মতো কনকনে ঠাণ্ডা কার্শিয়াংয়ে থাকে না। সে দিক থেকেও সুবিধে হবে।’’

উত্তরকন্যা সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি শিলিগুড়িতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সে দিনই বিকেলে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণের মাঠে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। সেখানে বঙ্গরত্ন সম্মানও বিলি করবেন। রাতে উত্তরকন্যার অতিথি নিবাসে থাকার কথা রয়েছে তাঁর। পরদিন বিকেলের মধ্যে দার্জিলিংয়ে যাওয়ার কথা তাঁর। এরপরে ২৩ জানুয়ারিতে ম্যালে নেতাজি জন্মজয়ন্তীর রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা। ২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে ফিরবেন। সে দিন উত্তরকন্যা না হলে সুকনা বনবাংলোয় থাকার কথা তাঁর। পরদিন বিকেলের বিমানে কলকাতা ফেরার সূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই সূচি বদলে কার্শিয়াংয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে এখনও চিন্তাভাবনা হয়নি বলে উত্তরকন্যার এক কর্তার দাবি। ২০০০ সালে গিদ্দা পাহাড়ের ওই বাড়িতে নেতাজি মিউজিয়ম গড়ে ওঠে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE