তৃণমূলের হয়ে সরাসরি ভোট প্রচার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল হিলি থানার দুই পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে। বুধবার হিলি থানা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে শুক্রবার, দ্বাদশ শ্রেণির ছাত্রদের একাংশ ও তাদের অভিভাবকদের আরএসপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ উঠল হাইস্কুলের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে শহরের ১০ নম্বর ওয়ার্ডে আরএসপির এক কর্মীর বিরুদ্ধে হুমকি এবং ২৩ নম্বর ওয়ার্ডে ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। জেলা নির্বাচন দফতরের সমাধান বিভাগ থেকে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এই সমস্ত ঘটনা পরম্পরায় উত্তেজনা বাড়ছে দক্ষিণ দিনাজপুরে। দু’দিন আগে হিলিতে পথসভা করে নির্বাচনী বিধিভঙ্গের নালিশ হয়েছে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে।
দক্ষিণ দিনাজপুরের হিলি থানার বর্ডার ওসি(ডিআইবি) পার্থ ঝাঁ এবং কর্মরত এসআই তারকেশ্বর রায়কে হিলি থেকে জেলা সদর বালুরঘাটে সরিয়ে আনা হয়েছে। বেশ কিছুদিন ধরে ওই দুই পুলিশ অফিসার হিলি এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ উঠেছিল। আরএসপি প্রার্থী বিশ্বনাথ চৌধুরী নির্বাচন কমিশনের কাছে ওই অভিযোগ করার পর দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রসিদ মুনির খান তাঁদের হিলি থেকে সরিয়ে বালুরঘাটে নিয়ে আসেন। এ দিন অবশ্য বর্ডার ওসি পার্থ ঝাঁ বলেন, ‘‘মিথ্যা অভিযোগ। জেলার সীমান্ত এলাকায় কর্মরত হলেও নির্বাচন ঘোষণার পরে হিলি এলাকাতে যাইনি।’’ তারকেশ্বরবাবুও তৃণমূলের হয়ে ভোট প্রচারের অভিযোগ অস্বীকার করেছেন।
বালুরঘাট বিধানসভা কেন্দ্রের অধীন হিলি ব্লকের পাঁচটি এবং সংলগ্ন বালুরঘাট ব্লকের তিনটি অঞ্চলের বাসিন্দাদের ভোট, এবার যুযুধান দুই প্রার্থী তৃণমূলের শঙ্কর চক্রবর্তী এবং জোটের আরএসপি প্রার্থী বিশ্বনাথ চৌধুরীর ভাগ্য নির্ধারণে টার্নিং-পয়েন্ট বলে অভিজ্ঞ মহল মনে করছে। আর ভোট প্রচার নিয়ে হিলি এলাকাতে দু’পক্ষের মধ্যে বিধিভঙ্গের অভিযোগের তালিকাও দীর্ঘ হচ্ছে।
হিলির তিওড় কৃষ্ণাষ্টমী হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল লাহার বিরুদ্ধে ছাত্র-অভিভাবকদের একাংশকে আরএসপি প্রার্থীকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন টাউন তৃণমূল সভাপতি অসিত রায়। তিনি অভিযোগ করেন, আরএসপি প্রার্থীকে ভোট না দিলে পড়ুয়াদের পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। প্রধানশিক্ষক উৎপলবাবু অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
বৃহস্পতিবার রাতে শহরের ১০ নম্বর ওয়ার্ডে মিছিল করে বাড়ি ফেরার পর তাদের সমর্থকদের আরএসপি কর্মী রাসু ঘোষ হুমকি দেন বলে তৃণমূলের তরফে বিধিভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে। আরএসপি জেলা সম্পাদক তথা জোটের প্রার্থী বিশ্বনাথবাবুর অভিযোগ, শাসক দল কমিশনের আইন মানছে না। প্রতিবাদ করায় তাঁদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রকৃত ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy