ঐশী ঘোষ
কোচবিহারে আসছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস ঐশী ঘোষ।
আগামী ১৮ জানুয়ারি কোচবিহারে এসএফআইয়ের কোচবিহার জেলা সম্মেলন। উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করা হচ্ছে ঐশীকে। তিনি সংগঠনের প্রকাশ্য সমাবেশে বক্তব্যও রাখবেন বলে জানিয়েছেন এসএফআই নেতারা। সংগঠন মনে করছে, ঐশীর মুখ দিয়ে এবিভিপি ও বিজেপির আসল চরিত্র মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হবে তারা।
সম্প্রতি দিল্লির ওই বিশ্ববিদ্যালয়ে এবিভিপির হামলার অভিযোগের জেরে সংবাদমাধ্যমে প্রতিদিনই উঠে আসছে এ রাজ্যের মেয়ে ঐশীর নাম। সেই ঐশীকে সামনে রেখেই এবারে নিজেদের ঘর গোছাতে চাইছে বাম ছাত্র সংগঠন। সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন, “ঐশী ঘোষ ইয়ুথ আইকন। তাঁর কথা সবাই শুনতে চাইছেন।” এসএফআইয়ের কোচবিহার জেলা সভাপতি কৌশিক ঘোষ বলেন, “জেএনইউয়ের ঘটনা সবারই জানা। আমরাচাই এবিভিপি ও বিজেপির আসল চরিত্র উঠে আসুক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy