উদ্বেগ: কেরল থেকে পাঠানো ছেলের ছবি দেখছেন মা। জলপাইগুড়ির পাহারপুরে। ছবি: সন্দীপ পাল ।
কেরলে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ হয়ে রয়েছেন তুফানগঞ্জের বেশ কয়েক জন শ্রমিক। সোমবার তাঁদের আত্মীয়রা দেখা করেন তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তের সঙ্গে। ব্লক সূত্রে জানা গিয়েছে, নিখোঁজের সংখ্যা ১২ জন। যাঁদের মধ্যে আব্দুল খলিল রহমান কেরলের চ্যাংগাবেনারে শ্রমিকের কাজ করেন। শহিদুল ইসলাম, আব্দুল জলিল রহমান, আব্দুর খবিনুর রহমান, শহিদুর ইসলাম, আশরাফুল ইসলাম, শহিবুল ইসলাম, বাপ্পা ইসলাম ও মিন্টু ইসলাম কেরলের ওয়েলকার এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। সহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাহুল ইসলাম এঁরাও কেরলের কল্লোমে শ্রমিকের কাজ করেন। নিখোঁজ প্রত্যেকের বাড়ি তুফানগঞ্জ ১ ব্লকের জায়গির চিলাখানায়।
আব্দুল জলিল রহমানের স্ত্রী অনুজা বিবি জানান, ‘‘বন্যার পর স্বামীর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করতে পারছি না। আমরা বাচ্চা নিয়ে খুবই চিন্তায় রয়েছি। স্বামী প্রতিদিন দিনে অন্তত দু’বার ফোন করত। কোনও যোগাযোগ করতে না পেরে, অবশেষে বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি।’’
তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্ত জানান, ‘‘আমরা কেরলে থাকা দু’-তিন জনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি। প্রত্যেকের নামই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy