ফের ডুয়ার্স এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা চেয়ে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। দু’লক্ষ টাকা দাবি করে হুমকি-চিঠি দেওয়া হয়েছে শামুকতলা থানার কার্তিক চৌপথি এলাকার এক মুদি দোকানের মালিককে। বৃহস্পতিবার শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করলেও কে বা কারা ওই হুমকি চিঠি দিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। শামুকতলা থানার ওসি বিনোদ গজমের এ দিন জানিয়েছেন, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ওই মুদি ব্যবসায়ীর অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় এক অপরিচিত যুবক তাঁর দোকানে এসে একটি চিঠি দিয়ে উধাও হয়ে যায়। দু’দিনের মধ্যে টাকা না দিলে তার ফল খারাপ হবে বলে এই চিঠিতে হুমকিও দেওয়া হয়েছে। ওই চিঠিতে কোনও ব্যক্তি বা সংগঠনের নামের উল্লেখ নেই। পুলিশ সূত্রে জানা গেছে এর আগেও অসম সংলগ্ন বারবিশা, কুমারগ্রাম, শামুকতলা ও পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীকে চিঠি ও ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অসম এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়। সেই সময়ে ধৃতদের সঙ্গে জঙ্গি যোগাযোগের কিছু প্রমাণও পেয়েছিল পুলিশ। তবে এই ঘটনাতেও তেমন কিছুর আশঙ্কা রয়েছে কিনা তা অবশ্য এখনও জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে বারবিশার এক ওষুধ ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে একটি হুমকি চিঠি দেওয়ার অভিযোগে গুণধর বর্মন ও বিষ্ণু রায় নামে দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের থেকে কামতাপুর প্রোটেকশন ফোর্সের নামে লেটার হেড, সিল ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। গত মাসে শামুকতলা এলাকার এক প্রভাবশালী ব্যবসায়ীকে কেএলও-র নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে শামুকতলা ও কামাখ্যাগুড়ি এলাকা থেকেও চার জন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের সঙ্গে অবশ্য জঙ্গিদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি। এ দিনের শামুকতলার কার্তিক চৌপথির ঘটনায় উদ্বিগ্ন এলাকার ব্যবসায়ীরা। নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy