Advertisement
০১ নভেম্বর ২০২৪
Rajasthan By Election 2024

রাজস্থানেও জোট করল না কংগ্রেস

রাজস্থানের সাতটি বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর উপনির্বাচন। এই সাতটি কেন্দ্রের মধ্যে গত বিধানসভা নির্বাচনে চারটি কংগ্রেস, একটি লোকতান্ত্রিক পার্টি ও একটি আদিবাসী পার্টি জিতেছিল।

রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৭:৫৯
Share: Save:

পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া-র শরিক বামেদের আসন রফা হয়নি। উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির আসন রফা না হওয়ায় কংগ্রেস উপনির্বাচনে প্রার্থীই না দিয়ে মুখে সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা বলেছে। এ বার রাজস্থানের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও ভারতীয় আদিবাসী পার্টির আসন রফা হল না। অথচ গত লোকসভা নির্বাচনেই এই দলগুলির সঙ্গে কংগ্রেসের আসন রফা হয়েছিল। তার জেরে তিন দলই লাভবান হয়েছিল।

রাজস্থানের সাতটি বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর উপনির্বাচন। এই সাতটি কেন্দ্রের মধ্যে গত বিধানসভা নির্বাচনে চারটি কংগ্রেস, একটি লোকতান্ত্রিক পার্টি ও একটি আদিবাসী পার্টি জিতেছিল। বিজেপির দখলে ছিল একটি। কংগ্রেস এ বার আসন রফায় কোনও সক্রিয়তাই দেখায়নি বলে বাকি দুই শরিক দলের অভিযোগ। দুই শরিক দল কংগ্রেসের দখলে থাকা চারটি আসনে কোনও প্রার্থী দেয়নি। কিন্তু রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল লোকসভা ভোটে জিতে সংসদে যাওয়ায় তাঁর ফাঁকা খিনসওয়ার আসনে তিনি স্ত্রী কণিকাকে প্রার্থী করেছেন। বেনিওয়ালের আশা ছিল, কংগ্রেস সৌজন্যের খাতিরে সেখানে প্রার্থী দেবে না। অথচ কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে!

আদিবাসী পার্টির দখলে থাকা আসনেও কংগ্রেস প্রার্থী দিয়েছে। আবার বিজেপির দখলে থাকা একটি আসনে কংগ্রেস ও আদিবাসী পার্টি, দুই শরিক দলই প্রার্থী দিয়েছে। ইন্ডিয়া জোটে এই ফাটলের জন্য শরিক দলগুলি কংগ্রেসের মনোভাবকেই দায়ী করছে।

অন্য বিষয়গুলি:

By Election 2024 Rajasthan Congress Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE