Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Death Case

সকলে ব্যস্ত পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে, যুবতীর দেহ মিলল মাঠে! দক্ষিণ দিনাজপুরের গ্রামে চাঞ্চল্য

স্থানীয় সূত্রে খবর, মৃতার বাড়ির পাশে মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পাড়াপ্রতিবেশীদের সকলে সে নিয়ে ব্যস্ত ছিলেন। সকালে যুবতীর দেহ দেখতে পান স্থানীয় কয়েক জন। খবর যায় যুবতীর বাড়িতে।

— প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
তপন (বালুরঘাট) শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৪৮
Share: Save:

নির্জন মাঠের মধ্যে একটি গাছ থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপনে। দেহের পাশেই যুবতীর মোবাইল পড়ে ছিল। কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ওই যুবতীর বাড়ির পাশে মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পাড়াপ্রতিবেশীদের সকলে সে নিয়ে ব্যস্ত ছিলেন। সকালে যুবতীর দেহ দেখতে পান স্থানীয় কয়েক জন। খবর যায় যুবতীর বাড়িতে। কিছু ক্ষণের মধ্যে দলে দলে মানুষ ঘটনাস্থলে জড়ো হন। খবর দেওয়া হয় তপন থানায়।

বেশ কিছু ক্ষণ পরে ঘটনাস্থলে যান তপন থানার পুলিশ আধিকারিকেরা। শুরু হয়েছে মৃতদেহ উদ্ধারের চেষ্টা। অন্য দিকে, গ্রামবাসীদের দাবি, ঠিকঠাক তদন্ত করতে হবে। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেছেন, খুন করা হয়েছে যুবতীকে। কারণ, যুবতীর দেহ দড়িতে ঝুলে থাকলেও পা মাটি ছুঁয়ে রয়েছে। পরিবারের তরফেও অভিযোগ করা হয়েছে, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। পুলিশের তরফে এখনও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্য বিষয়গুলি:

Death Case Tapan South Dinajpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE