Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অপসারিত নরেন, ফের জেলা কমিটি ভাঙল ফ ব

উত্তর ২৪ পরগনা ও বর্ধমানের পরে এ বার হুগলি। এই নিয়ে তিনটি জেলা কমিটি ভেঙে দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। এই বাম শরিক দলের হুগলি জেলার সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী নরেন দে’কে। জেলা কমিটি ভেঙে দিয়ে ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গড়ে দেওয়া হয়েছে হুগলিতে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিককে। একের পর এক নির্বাচিত জেলা কমিটিকে এ ভাবে ভেঙে দিয়ে পছন্দ মতো নেতাদের হাতে কর্তৃত্ব তুলে দেওয়ায় বিধানসভা ভোটের আগে ক্ষোভ বাড়ছে ফ ব-র অন্দরে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:০০
Share: Save:

উত্তর ২৪ পরগনা ও বর্ধমানের পরে এ বার হুগলি। এই নিয়ে তিনটি জেলা কমিটি ভেঙে দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। এই বাম শরিক দলের হুগলি জেলার সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী নরেন দে’কে। জেলা কমিটি ভেঙে দিয়ে ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গড়ে দেওয়া হয়েছে হুগলিতে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিককে। একের পর এক নির্বাচিত জেলা কমিটিকে এ ভাবে ভেঙে দিয়ে পছন্দ মতো নেতাদের হাতে কর্তৃত্ব তুলে দেওয়ায় বিধানসভা ভোটের আগে ক্ষোভ বাড়ছে ফ ব-র অন্দরে।

হুগলি জেলা ফ ব-র চেয়ারম্যানের মৃত্যুর পরে ওই পদ শূন্যই ছিল। জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেনবাবু। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘রাজ্য নেতৃত্বে থাকার ফলে যাঁদের পক্ষে জেলায় পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না, তাঁদেরই আপাতত সরিয়ে দিয়ে অ্যাড হক কমিটি গড়া হয়েছে। কয়েক মাসের মধ্যেই বিশেষ সম্মেলনে আবার আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি তৈরি হবে।’’ উত্তর ২৪ পরগনায় হরিপদ বিশ্বাসদের সঙ্গে সরল দেবের গোষ্ঠীর বিবাদে জেলা কমিটি ভেঙে দিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য জয়ন্ত রায় ও নরেন চট্টোপাধ্যায়কে আহ্বায়ক করা হয়েছিল। পরে আবার সরলবাবুকে আহ্বায়ক করেই নতুন অ্যাড হক কমিটি গড়া হয়েছে! বর্ধমানে গোষ্ঠী-বিবাদের কারণে জেলা কমিটি ভেঙে অ্যাড হক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল নরেন চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় এখন আহ্বায়ক করা হয়েছে জেলারই নেতা দেবব্রত হাজরা চৌধুরীকে। কিন্তু এ ভাবে সমস্যার সমাধান কত দিন ঝুলিয়ে রাখা হবে, প্রশ্ন উঠছে দলেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE