বাড়ির কল খারাপ হয়ে গিয়েছে। মিস্ত্রি চাই?
বিদ্যুতের লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিশিয়ান চাই?
বিয়ের দিন ঠিক। পুরোহিত চাই?
জমি মাপার দরকার। আমিন চাই?
পুরসভার টোল ফ্রি নম্বরে ফোন করলেই আপনার বাড়িতে হাজির হবে কলের মিস্ত্রি থেকে শুরু করে ছুতোর, গৃহপরিচারিকা বা আয়া।
আজ, শুক্রবার শান্তিপুর পুরসভায় এই প্রকল্পের সূচনা হওয়ার কথা। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও পশ্চিমবঙ্গ নগর জীবিকা মিশনের উদ্যোগে শান্তিপুরের পুকুরপাড় লেনে ইতিমধ্যে নগর জীবিকা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেটির উদ্বোধন হবে এবং এ দিন থেকেই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। এর আগে কৃষ্ণনগরেও এই প্রকল্প চালু করা হয়েছে। শান্তিপুরের পুরপ্রধান অজয় দে জানান, এই কেন্দ্রের মাধ্যমে ১৮টি পরিষেবা পাবেন শহরের বাসিন্দারা। ইতিমধ্যে রীতিমতো ইন্টারভিউ নিয়ে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে কলের মিস্ত্রি, বিউটিশিয়ান, পুরোহিত, ছুতোর মিস্ত্রিদের চিহ্নিত করা হয়েছে। বাকি পরিষেবার জন্য শীঘ্রই আরও লোক চিহ্নিত করা হবে। পুরসভার টোল ফ্রি নম্বরে ফোন করে পরিষেবা চাইলে তাঁদের বাড়িতে লোক পাঠানো হবে। বাজার চলতি খরচের উপরে নির্ভর করে পুরসভাই ‘রেট চার্ট’ তৈরি করে দেবে। ফলে শহরবাসীর কাছ থেকে বেশি খরচ নেওয়ার সুযোগ কারও থাকবে না।
আপাতত কী কী পরিষেবা মিলবে এই জীবিকা কেন্দ্র থেকে?
পুরসভার এক আধিকারিক জানান— ছুতোর, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান, বিবাহ ও ফুলসজ্জার তত্ত্ব সাজানোর লোক, পরিচারিকা, কলের মিস্ত্রি, চিত্রশিল্পী, পুরোহিত, আমিন, ট্রেন ও বিমানের টিকিট কেটে দেওয়ার লোক, ম্যারেজ রেজিস্ট্রার-সহ মোট ১৮টি পরিষেবা আপাতত মিলবে এখান থেকে। যাঁরা কাজের জন্য আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকেই লোক বাছাই হয়েছে।
স্বভাবতই খুশি নাগরিকেরা। শান্তিপুরের ডাবরেপাড়ার আল্পনা প্রামাণিক বলেন, “অনেক সময়েই মিস্ত্রি পেতে সমস্যা হয়। পুরসভা লোক পাঠালে তার সুরাহা হবে।” চৈতলপাড়ার অঙ্কিত গোস্বামীও একই কথা বলছেন।
শান্তিপুর নগর জীবিকা কেন্দ্রের টোল ফ্রি নম্বর – ১৮০০৩৪৫৩৩০৩।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy