Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ভোটে হিট

গোমড়া মুখেও ফুটছে খই

‘ডাক্তারের পরামর্শ মেনে ওই সতর্কবার্তা।’ ব্যস, আর যাবে কোথায়! মোবাইল থেকে মোবাইলে সেই পোস্ট এখন ঘুরছে। নীচে জমা হচ্ছে, হাহা, হিহি-সহ অজস্র ইমোজি। 

শুভাশিস সৈয়দ
বহরমপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ০১:৩৭
Share: Save:

ভোট মরসুমে সকাল থেকে রাত পর্যন্ত ঘেমেনেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রী পাড়ার মোড়ে সভা করছেন। প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাচ্ছে গোটা মহল্লা। সেই সব দেখেশুনে সোশ্যাল মিডিয়ায় কারা যেন ছড়িয়ে দিয়েছে—‘গর্ভাবস্থায় কখনও রাজনৈতিক ভাষণ শুনবেন না। শিশু জন্মগত মিথ্যেবাদী হতে পারে।’’

ওই লেখার নীচে ছোট্ট একটা ফুটনোট— ‘ডাক্তারের পরামর্শ মেনে ওই সতর্কবার্তা।’ ব্যস, আর যাবে কোথায়! মোবাইল থেকে মোবাইলে সেই পোস্ট এখন ঘুরছে। নীচে জমা হচ্ছে, হাহা, হিহি-সহ অজস্র ইমোজি।

কিছু দিন আগে বিজেপি’র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত মহাপাত্র ভোট প্রচারে বেরিয়ে বয়স্ক এক ভোটারের পায়ে প্রায় লুটিয়ে পড়েছিলেন, এমন একটা ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হতে না হতেই কোনও এক ব্লগার লিখে ফেলেন— ‘হঠাৎ করে পায়ে কিছু জড়িয়ে গেলে সাপখোপ ভেবে মারতে যাবেন না! উনি আপনার এলাকার ভোটপ্রার্থী ও হতে পারেন!’ ভাইরাল হতে যে বেশি সময় নেয়নি তা বলাই বাহুল্য!

ভোট-মরসুমে এখন প্রার্থীরা মিহি গলায় ভোট চাইছেন। ঠোঁটে ঝুলিয়ে রেখেছেন টুথপেস্টের সেই চেনা বিজ্ঞাপন। সেই হাসি-মুখ দেখে কে যেন লিখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন—‘জনপ্রতিনিধিদের মুখে হাসি, আর কথায় তালমিছরির গন্ধ পেলেই বুঝবেন বসন্ত আসুক আর না আসুক, বঙ্গে ভোট এসে গিয়েছে।’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, তাতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বহর দেখে ব্যঙ্গ করে একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

প্রশ্নকর্তা: লিখতে, পড়তে পারেন?

প্রার্থী: আজ্ঞে, লিখতে পারি। পড়তে পারি না।

প্রশ্নকর্তা: এ কী অবাক কাণ্ড! পড়তে পারেন না অথচ লিখতে পারেন! ঠিক আছে লিখে দেখান তো!

প্রার্থী সাদা পাতায় খচখচ করে কী সব লিখলেন। কিন্তু বহু কষ্ট করেও প্রশ্নকর্তা তার বিন্দু-বিসর্গ বুঝতে পারলেন না।

প্রশ্নকর্তা: এ সব কী লিখেছেন?

প্রার্থী: (আত্মবিশ্বাসের সঙ্গে)আজ্ঞে, ওই যে বললাম, লিখতে পারি, পড়তে পারি না!

রাজনীতির জন্য নিজেদের সম্পর্ক খারাপ না করার বার্তাও দিয়েছেন কেউ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ভোট-মরসুমে চলছে তুমুল তর্ক-বিতর্ক। এমনকি ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না অনেকে। এ নিয়ে একটা পোস্ট ঘুরছে

বিভিন্ন গ্রুপে।

কারা লেখেন এ সব পোস্ট, ছবিই বা কারা আপলোড করেন, সব সময় তা জানা যায় না। কিন্তু মোবাইলে টিংটং আওয়াজের পরেই বেজার মুখেও হাসি ফোটে। গোমড়া মুখে ফোটে খই! আর ভোটের বাজারে তো হইহই কাণ্ড!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE