Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নগদের টানাটানিতে গরু মিলায় বিশ্বাসেই

নোট বাতিলের পা পড়েছিল সীমান্তেও, কুয়াশার আড়ালে চুপি চুপি এসে সে বুঝি নিঃসারে নিয়ে গিয়েছিল পাচারের বোলবোলাও। পুরনো নোটে তাই কখনও গরু, কখনও বা সোনা কিনে গোলা ভরেছে সীমান্তের গ্রাম। আর, শীত পড়তেই পদ্মার জলে ফের বিলি কাটছে গরু-কুল। উঁকি মারল আনন্দবাজার। নোট বাতিলের পা পড়েছিল সীমান্তেও, কুয়াশার আড়ালে চুপি চুপি এসে সে বুঝি নিঃসারে নিয়ে গিয়েছিল পাচারের বোলবোলাও। পুরনো নোটে তাই কখনও গরু, কখনও বা সোনা কিনে গোলা ভরেছে সীমান্তের গ্রাম। আর, শীত পড়তেই পদ্মার জলে ফের বিলি কাটছে গরু-কুল। উঁকি মারল আনন্দবাজার।

সুস্মিত হালদার ও সুজাউদ্দিন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০১:৩৯
Share: Save:

সুনসান সীমান্তে পায়চারি করছে জলঙ্গির এক যুবক। কানে ফোন, বুকপকেট উঁকি দিচ্ছে একটা নোটবুক। খানিক দূরে বিএসএফ ক্যাম্প। ওই যুবক বলে চলেছে, ‘‘আরে ছি, ছি ভাই। এ ভাবে লজ্জা দেবেন না। আপনাদের সঙ্গে কি আমাদের আজকের সম্পর্ক! জিনিস ঠিক পৌঁছে যাবে। টাকা যখন খুশি দিন। কোনও অসুবিধা নেই।’’

সত্যিই কি অসুবিধা নেই?

এ বার ম্লান হাসে ওই যুবক, ‘‘খুব আছে! টাকা না দিলে আমাদের কিস্যু করার নেই। তবুও নগদের এই নেই নেই বাজারে কারবার চালাতে গেলে বিশ্বাস করা ছাড়া উপায়ও নেই।’’ অর্থাৎ, চোরাকারবারে ফের ভরসা রাখতে হচ্ছে সেই বিশ্বাসেই। অতীতে যে বিশ্বাসের মাসুল দিতে হয়েছে দু’দেশের বহু পাচারকারীকে।

পাচার সামগ্রী চলে গিয়ে ও পারে। কিন্তু টাকা আসেনি। আবার উল্টোটাও হয়েছে। নিঃস্ব হয়ে কারবার থেকেই সরে যেতে হয়েছে অনেককে। তার বদলা নিতে সীমান্তে এক সময় খুন, জখমও বড় কম হয়নি।

গেদে সীমান্তের এক পাচারকারীর কথায়, ‘‘কোটি কোটি টাকা বকেয়া থেকেছে ওপারে। তখন এ কারবারে ইমানই ছিল শেষ কথা। বাংলাদেশের কারবারিরা মাসের শেষে এসে পুরো টাকা কড়ায়-গণ্ডায় মিটিয়ে দিয়েছে। আমরাও কখনও কথার খেলাপ করিনি।’’

কিন্তু নব্বইয়ের দশক থেকে গণ্ডগোল শুরু হল। কারবারে ঢুকে পড়ল নতুন মুখ। কয়েক জনের জন্য এতদিনের বিশ্বাস ভেঙে গেল। ধারে কারবার বন্ধ হয়ে গেল। ফলে, গত কয়েক বছরে পাচারকারীদেরও মুখে মুখে ঘুরছিল সেই চেনা লাইন, ‘ধার চেয়ে লজ্জা দেবেন না।’ নোটের নাচনে লজ্জা-ভয় সব শিকেয় তুলে এখন সোনার পাশাপাশি ধারেও চলছে কারবার।

সেই ধারের হিসেব লেখা থাকছে নোটবুকে। ক্রেতাদের নামের জায়গায় রংবেরঙের কালিতে আঁকা রয়েছে জবা, কোকিল কিংবা ফড়িং-এর ছবি। আর পাচার সামগ্রীর তালিকায় লেখা পেপসি, বোল্ডার, হাতি।

অন্য বিষয়গুলি:

cow trafficking demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE