Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গুন্ডামি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মন্ত্রী জাকিরের

দাবি আদায়ের নামে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:০২
Share: Save:

দাবি আদায়ের নামে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার রঘুনাথগঞ্জের ধলোতে একটি সিমেন্ট কারখানার শ্রমিক সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শনিবার কারখানার সমস্ত শ্রমিককে নিয়ে আইএনটিটিইউসি’র সংগঠন গড়া হয়। সেই উপলক্ষেই সভায় উপস্থিত ছিলেন জাকির। এ দিন তিনি কারখানার মালিক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। জাকির হোসেন বলেন, “শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে। কিন্তু শ্রমিকদের মনে রাখতে হবে দাবি দাওয়া আদায় করতে হবে কারখানাকে বাঁচিয়ে রেখেই।” জাকির জানান, টাকা বাতিলের ধাক্কায় মাসের শেষে মজুরির টাকা পেতে সমস্যা হতে পারে। তা বলে ম্যানেজমেন্টের লোককে হুমকি দেবেন, কাজ ফাঁকি দিয়ে বসে থাকবেন তা হতে দেবেন না।

অন্য বিষয়গুলি:

Zakir Hossain Warning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE