বামেদের দেখানে পথেই প্রচারে বুক বেঁধেছে বিজেপি।
গলির মোড়ে, গ্রামের রাস্তায় তারা এখন শাসক-বিরোধী নাটকে নেমেছে। বিজেপি নেতারা বলছেন, ‘‘তৃণমূলের গুণ্ডামি, অত্যাচার, দুর্নীতি— নাটকেই সব থেকে জীবন্ত হয়ে ওঠে। তাই পথনাটকেই প্রচার করছি আমরা।’’ আর তা করতে গিয়ে রাজ্য়ে তাদের অন্যতম প্রতিপক্ষ বামেদের দেখানো রাস্তাতেই হাঁটছে তারা।
বছর দুয়েক আগেও মোদী-পবনে শাসকদলের প্রধান প্রতিপক্ষ হওয়ার ইঙ্গিত মিলেছিল বিজেপি-র। কিন্তু সে হাওয়া এখন বোশেখের গরমে উধাও। তবে তাদের মতে ‘হারি-জিতি’ শাসকের দুর্নীতির মুখোশ খুলে দিতে চায় তারা।
একেবারে সিপিএমের কায়দায় পথনাটকের মাধ্যমে রাজ্যের নারী নির্যাতন ও পুলিশের ওপরে হামলার সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে প্রচার চালাচ্ছে বিজেপি।কলকাতা থেকে বিজেপি নদিয়া জেলায় একটি পথনাটকের দল পাঠিয়েছে। ওই দলটি জেলার বিভিন্ন গ্রাম ও শহরের মোড়ের মাথায় পথনাটক করছে। নদিয়া জেলা বিজেপির এক নেতা বলছেন, ‘‘আগে থেকেই গান ও তথ্যচিত্রের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ভোটের প্রচারচলছিল। তাতে বিভিন্ন এলাকায় মানুষের মনে প্রভাব পড়ছে। এ বারে আমরা পথনাটকের মাধ্যমে রাজ্যের শাসকদলের অপকর্ম তুলে ধরছি।’’
শাসকদলের অপকর্ম তুলে ধরে নাটক গানের মাধ্যমে প্রচার রাজ্যে নতুন কিছু নয়। বিভিন্ন সময় সিপিএমকে বিভিন্ন জায়গায় সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে পথ নাটক করতে দেখা গিয়েছে। তাছাড়াও ভোটের প্রচারে বিজেপির গান বা নাটকের ব্যবহার এই প্রথম নয়। এর আগের নির্বাচনেও বিজেপি ভোটের প্রচারে গান ,নাটককে কাজে লাগিয়েছে। কি থাকছে বিজেপির এই পথনাটকে?
শ্লীলতাহানি থেকে শুরু করে পুলিশের ওপর হামলা, পুলিশ লকআপ থেকে দূষ্কৃতীদের ছাড়িয়ে আনা।ঘটনা তুলে ধরা হচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া জনা পাঁচ-ছ’ ছেলে মেয়ে ওই নাটকের দলে রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy