Advertisement
০২ নভেম্বর ২০২৪

পপুলার ফ্রন্টকে সমর্থন অধীরের

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০২:০৩
Share: Save:

দিন কয়েক আগে, নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের নামে হিংসা ছড়ানোর অভিযোগে দিল্লির কাছে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

আগামী ৫ জানুয়ারি, মুর্শিদাবাদে তাদের সম্মেলনের অনুমোদনও বাতিল করেছে রাজ্য সরকার। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) নামে সেই সংগঠনের পাশে দাঁড়িয়ে, শুক্রবার বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জানিয়ে দিলেন— ‘‘পিএফআই যে দাবিতে আন্দোলন করছে, সেই এনআরসি কিংবা নয়া নাগরিকত্ব আইনের বিরোধীতা তো আমরাও করছি। আমি ওদের পাশেই আছি।’’ পিএফআইয়ের সম্মেলন করার অনুমোদন না দেওয়া নিয়েও এ দিন ফেসবুকে রাজ্য সরকারকে বিঁধতে কসুর করেননি অধীর। তিনি লেখেন— ‘‘যোগী-রাজ্যে পিএফআই নামক সংগঠনটিকে বাতিল করা হচ্ছে, এখনও অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে আইন অনুযায়ী বাতিল হয়নি। কিন্তু বাংলার দিদি কেন পিএফআই কে কিছু করতে দেবেন না? যোগী যা ভাবে আজ, ‘দিদি’ কি তাই ভাবেন কাল!’’ এদিন সন্ধ্যায় অধীর বলেন, ‘‘পিএফআই কী অন্যায় করল আমরা জানি না। তারা যদি অন্যায় করে থাকে তা হলে এত দিন রাজ্য সরকার চুপ করে বসে ছিল কেন?’’

পিএফআইয়ের প্রতিনিধিদের শুক্রবার বহরমপুর থানার পুলিশ ডেকে পাঠায়। বিকেলে সংগঠনের রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে ভেবে কর্মসূচি স্থগিত করার অনুরোধ করা হয়েছে। তাই পুলিশকে সহযোগিতা করতে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে কর্মসূচি করা হবে। ১ জানুয়ারি থেকে এনপিআর, এনআরসি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রচার কর্মসূচি চলছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে।’’

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury PFI Popular Front of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE