Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Blast

ডাস্টবিনে পড়ে থাকা ব্যাগ খুলতেই প্রবল বিস্ফোরণ, করিমপুরে হাত উড়ে গেল দ্বাদশের পড়ুয়ার

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে ডাস্টবিনে পড়েছিল ‌ওই ব্যাগটি। পরিত্যক্ত সেই ব্যাগের চেন খুলতেই ঘটে জোরালো বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায়  চারদিক।

A college student injured due to balst at Karimpur of Nadia

আহত যুবক নীলেশ মণ্ডল। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৪
Share: Save:

পরিত্যক্ত ব্যাগ খুলতে গিয়ে বিস্ফোরণে জখম হলেন দ্বাদশ শ্রেণির এক পডুয়া। শনিবার এই ঘটনা ঘটেছে নদিয়ার করিমপুরের অন্যতম জনবহুল এলাকা রেগুলেটেড মার্কেটে। আহত যুবকের নাম নীলেশ মণ্ডল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে ডাস্টবিনে পড়েছিল ‌ওই ব্যাগটি। পরিত্যক্ত সেই ব্যাগের চেন খুলতেই ঘটে জোরালো বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আশপাশের মানুষজন দেখতে পান, রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন নীলেশ। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, বিস্ফোরণে ওই যুবকের ডান হাতের ৩টি আঙুল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করানো হয়েছে। ভরা বিকেলে জনবহুল এলাকায় বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ৪টে নাগাদ করিমপুর রেগুলেটেড মার্কেটের একটি ডাস্টবিনে পরিতক্ত ব্যাগ দেখে সেটি হাতে নেন করিমপুর থানা এলাকার কিশোরপুরের বাসিন্দা নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া নীলেশ। ব্যাগের চেন খুলতেই ঘটে জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে করিমপুর থানার পুলিশ। বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ করে বিস্ফোরকের ধরন জানতে চাইছে পুলিশ। আহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টা নাগাদ সময় খাওয়াদাওয়া করে নীলেশ এবং দীনেশ দুই ভাই করিমপুর গিয়েছিল। বেলা ৪টে নাগাদ করিমপুর থানা থেকে বিস্ফোরণের খবর আসে নীলেশের পরিবারে। তাঁর বাবা নিশিকান্ত মণ্ডল বলেন, ‘‘খবর পেলাম বোমা ফেটে ছেলের হাত উড়ে গিয়েছে। আমরা গিয়ে দেখি ছেলেকে কৃষ্ণনগরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’’

নীলেশের বক্তব্য, ‘‘ভাল ব্যাগ ভেবে কুড়োতে গিয়েছিলাম। চেইন খুলতে বিস্ফোরণ ঘটল। তার পর আর কিছু মনে নেই।’’ শুক্রবারই কৃষ্ণনগরে পুলিশ সুপারের দফতরের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার ৪টি বোমা। তার পর করিমপুরের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরণ হয়েছে। আহত যুবকের বয়ান শুনে মনে হচ্ছে, বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে। বোমা কারা মজুত করেছিল, কোথা থেকে এসেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।’’

এই প্রতিবেদনটি প্রথম বার প্রকাশিত হওয়ার সময় আহতকে কলেজ পড়ুয়া হিসাবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু তিনি স্কুল পড়ুয়া। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।

অন্য বিষয়গুলি:

Blast bomb blast college student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy