নানা অভিযোগ তুলে সালার কলেজে ফর্ম বিলির কাজ বন্ধ করে দিল এসএফআই ও টিএমসিপি। মঙ্গলবার সালার মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয়ে ফর্মের মূল্য বৃদ্ধি এবং কলেজের প্রসপেক্টাস-এ ছাত্র পরিষদের নাম থাকার অভিযোগে তারা অধ্যক্ষকে ঘেরাও করে। ঘেরাও তুলতে গিয়ে পুলিশ চার এসএফআই সদস্যকে গ্রেফতার করেছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে প্রথম বর্ষে ভর্তির ফর্ম বিলি করার কথা ছিল। কিন্তু দেখা যায় ফমের্র সঙ্গে বিলি করার প্রসপেক্টাস-এ রয়েছে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের নাম ও ফোন নম্বর। উল্লেখ রয়েছে ক্ষমতাসীন ছাত্র পরিষদের কথাও। আর তাতেই ক্ষুব্ধ এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখাতে শুরু করে। বন্ধ করে দেয় ফর্ম বিলির কাজ। সেই সময় ছাত্র পরিষদের সদস্যরা জোর করে ফর্ম বিলি করতে যাওয়ায় বচসা বাধে দু’দলের মধ্যে। হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত এসএফআই এবং টিএমসিপি-র সদস্যরা অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। গ্রেফতার করা হয় ৪ এসএফআই সদস্যকে। তৃণমূল ছাত্র পরিষদের সালার ব্লক সভাপতি মাহফুজল ইসলাম ও এসএফআই-এর সালার জোনাল সম্পাদক মনির হোসেন জানান, ফর্মের দাম অন্য বছরের তুলনায় বেশি নিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয় নতুন ছাত্রদের হাতে যে প্রসপেক্টাস দেওয়া হচ্ছে তাতে ছাত্র পরিষদের নেতার নাম ও ফোন নম্বার উল্লেখ করা হয়েছে। বিরোধিতা করতে গেলে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে দু’দলের নেতৃত্বই। এ দিকে কলেজের সাধারণ সম্পাদক আকাশ শেখ বলেন, “আমরা কোনও ফোন নম্বর দিইনি। যা করার কলেজ কর্তৃপক্ষই করেছে। কিন্তু আমরা ফর্ম বিলির কাজ চালু রাখতে চাইছি। যাতে ভর্তি প্রক্রিয়া বাধা না পায়।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিন্নাত উল্লা বলেন, “আমরা যখন ওই প্রসপেক্টাস তৈরি করি তখন ছাত্র সংসদের নেতার নাম ও তার ফোন নম্বর ছিল না। পরে কী ভাবে তা ছাপা হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy