Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কংগ্রেসের সভা, স্মারকলিপি

রাজ্যের সঙ্গে রেল শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে শহর কংগ্রেসের পক্ষ থেকে খড়্গপুর টাউন থানার সামনে একটি পথসভা করা হয়। সভা শেষে ১২ দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন কংগ্রেস প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহন পাল, কংগ্রেসের জেলা সভাপতি বিকাশ ভুঁইয়া, শহর সভাপতি অমল দাস, পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে প্রমুখ।

খড়্গপুর টাউন থানায় বিক্ষোভ কংগ্রেসের। ছবি: রামপ্রসাদ সাউ।

খড়্গপুর টাউন থানায় বিক্ষোভ কংগ্রেসের। ছবি: রামপ্রসাদ সাউ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০১:৫৬
Share: Save:

রাজ্যের সঙ্গে রেল শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে শহর কংগ্রেসের পক্ষ থেকে খড়্গপুর টাউন থানার সামনে একটি পথসভা করা হয়। সভা শেষে ১২ দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন কংগ্রেস প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহন পাল, কংগ্রেসের জেলা সভাপতি বিকাশ ভুঁইয়া, শহর সভাপতি অমল দাস, পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে প্রমুখ।

কংগ্রেসের অভিযোগ, রেলশহরে ইদানীং চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়লেও পুলিশ নিষ্ক্রিয়। শহরে ঘটে গিয়েছে বেশ কয়েকটি খুনের ঘটনাও। কয়েকদিন আগেও বিদ্যাসাগরপুরে বাড়িতেই স্মৃতি মুখোপাধ্যায় নামে বৃদ্ধা খুন হলেও সেই ঘটনার এখনও কিনারা হয়নি। ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থাও। গোলবাজার, ইন্দা, মালঞ্চ এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে। তবুও পুলিশ নীরব।

বিকাশ ভুঁইয়া বলেন, “রাজ্যের সঙ্গেই এই মিশ্রভাষি শহর খড়্গপুরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। থানা এখন তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে। মানুষ অভিযোগ জানাতে পারছে না। তাই পুলিশের ভূমিকা নিরপেক্ষ না নিলে আমরা বৃহত্তরে আন্দোলনে নামব।” এর পরেই বিকাশবাবু সারদা প্রসঙ্গ টেনে প্রতারিতদের টাকা ফেরানোর দাবিতে সারা রাজ্যের সঙ্গেই ২৭ জানুয়ারি পরিবহণ ধর্মঘটে শহরের মানুষকে পথে নামার আহ্বান জানান। সভার পরে শহর কংগ্রেসের পক্ষ থেকে আইশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তা, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থা, প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত-সহ ১২ দফা দাবিতে আইসি দীপক সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

অন্য বিষয়গুলি:

police activity kharagpur kharagpur town
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE