Advertisement
০৩ নভেম্বর ২০২৪

গোষ্ঠী কোন্দল, এ বার পঞ্চায়েত সমিতিতে অনাস্থা

তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে প্রধানকে অপসারণের একাধিক ঘটনা ঘটেছে আগেই। এ বার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলের সদস্যরাই। পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস করের বিরুদ্ধে অনাস্থা জমা দিয়েছেন দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অধিকাংশ সদস্য।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ০০:২১
Share: Save:

তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে প্রধানকে অপসারণের একাধিক ঘটনা ঘটেছে আগেই। এ বার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলের সদস্যরাই। পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস করের বিরুদ্ধে অনাস্থা জমা দিয়েছেন দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অধিকাংশ সদস্য। আগামী ১৫ অক্টোবর অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সভা ডাকা হয়েছে। পঞ্চায়েত সমিতির দলীয় সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

প্রশাসনিক ও দলীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ৩০ জন সদস্যের মধ্যে বর্তমানে ১৮ জন তৃণমূলের ও বিরোধী বামফ্রন্টের সদস্য ১১জন এবং এসইউসির ১ জন সদস্য রয়েছেন। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন তনুশ্রী জানা। তাঁর স্বামী দিবাকর জানা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ছাড়াও দলের ব্লক সভাপতিরও দায়িত্বে রয়েছেন তিনি। অন্য দিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে রয়েছেন বিভাস কর। বিভাসবাবু আগে দলের ব্লক সভাপতি পদে ছিলেন। সম্প্রতি দিবাকরবাবুর সঙ্গে বিভাসবাবুর গোষ্ঠীকোন্দল চরমে ওঠে। এর জেরেই পুজোর দিন কয়েক আগে পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা-সহ ১৬ জন সদস্য মিলে সহ-সভাপতি বিভাস করের বিরুদ্ধে তমলুকের মহকুমাশাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। সরকারি নিয়ম মেনে আগামী ১৫ অক্টোবর অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সভা ডাকা হয়েছে।

ঘটনার কথা স্বীকার করে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা বলেন, “সহ-সভাপতি দীর্ঘ তিনমাস ধরে পঞ্চায়েত সমিতির অফিসে আসেননি। পঞ্চায়েত সমিতির কাজেও সহযোগিতা করেননি। তাই দলের সিদ্ধান্ত মেনেই সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।” তৃণমূলের শহিদ মাতঙ্গিনী ব্লক সভাপতি দিবাকর জানার বক্তব্য, “পঞ্চায়েত সমিতির কাজে অসহযোগিতার পাশাপাশি বিভাসবাবু দলের ব্লক স্তরের বিভিন্ন বৈঠকে আসতেন না। ফলে দলের সাংগঠনিক ক্ষতি হচ্ছিল। দলের ব্লক কমিটির বৈঠকের সিদ্ধান্ত মেনেই তাঁর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।”

তাঁর বিরুদ্ধে আনা প্রস্তাব ও অভিযোগ নিয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর বলেন, “পঞ্চায়েত সমিতির অফিসে যাতে আমি না যাই সেজন্য আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তা সত্বেও আমি পঞ্চায়েত সমিতির অফিসে যেতাম। দলের বৈঠকেও যাতে যোগ না দিই সে জন্য ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। তাই দলীয় বৈঠকে যোগ দিতে পারিনি।” তাঁর আরও সংযোজন, “ব্লক সভাপতির বিভিন্ন কাজে আপত্তি করায় পঞ্চায়েত সহ-সভাপতির পদ থেকে আমাকে অপসারণের জন্য আনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যরা আমাকে ওই পদে রাখতে না চাইলে সরে যেতে আপত্তি নেই।”

নন্দীগ্রাম-সহ জেলার বেশ কয়েকটি এলাকায় একাধিক গ্রামপঞ্চায়েতে সম্প্রতি দলের প্রধানের বিরুদ্ধে তৃণমূলের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সদস্যদের অনাস্থা প্রস্তাব আনার ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম। ফলে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির এমন ঘটনায় অস্বস্তিতে দলের জেলা নেতৃত্বও।

অন্য বিষয়গুলি:

tamluk group conflict panchayat samiti tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE