Advertisement
৩০ অক্টোবর ২০২৪

বাস-বাইক মুখোমুখি, মৃত যুবক

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন তাঁর দুই সঙ্গী। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ তমলুক থানার রাধামনি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ জাতীয় সড়ক ও তমলুক–পাঁশকুড়া রাজ্য সড়কের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০১:৩৬
Share: Save:

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন তাঁর দুই সঙ্গী। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ তমলুক থানার রাধামনি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ জাতীয় সড়ক ও তমলুক–পাঁশকুড়া রাজ্য সড়কের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম যুগল মাজী (৩০)। তাঁর বাড়ি তমলুকের কণ্ঠিবাড় গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত যুবক লোচন বর্মণ ও রবীন্দ্রনাথ বর্মণকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের দু’জনকেই চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। তাঁদের দু’জনেরই বাড়ি নীলকুণ্ঠিইয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক থানার নীলকুণ্ঠিইয়া এলাকার পাশাপাশি দুই গ্রামের ওই তিন যুবকের মধ্যে যুগলের জেনারেটরের ব্যবসা রয়েছে । নীলকুণ্ঠিইয়া গ্রামের একটি সর্বজনীন দুর্গাপুজোর জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন জানাতে মোটরসাইকেলে করে তমলুক শহরে বিদ্যুৎ দফতরের অফিসে যাচ্ছিলেন যুগল-সহ বাকি দুই যুবক। তমলুকের রাধামনি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় মংলামাড়ো থেকে মেচেদাগামী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী যুগল, লোচন ও রবীন্দ্রনাথ। ঘটনাস্থলেই যুগলের মৃত্যু হয়। গুরুতর আঘাত লাগে লোচন ও রবীন্দ্রনাথের। খবর পেয়ে তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পরেই বাসের চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধামনি বাজারের কাছে হলদিয়া–মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ও তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের সংযোগস্থলে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য সকাল থেকেই ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। তবে দুপুরে রাস্তায় গাড়ি চলাচলের পরিমাণ কম থাকায় ওই এলাকায় ট্রাফিক পুলিশ থাকে না। অভিযোগ, এ দিন দুপুরে ট্রাফিক পুলিশ না থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

অন্য বিষয়গুলি:

road accident youth bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE