পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করলেন তৃণমূল জেলা পরিষদ সদস্য প্রফুল্ল বাড়ই।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও জেলা শাসকের কাছে তিনি এ বিষয়ে চিঠি দিয়েছেন। জেলার নন্দকুমার ব্লক থেকে নির্বাচিত তৃণমূল জেলা পরিষদ প্রফুল্লবাবু পেশায় চিকিৎসক। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য প্রফুল্লবাবু এ দিন জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের স্থায়ী সমিতির সদস্য পদ থেকে পদত্যাগ করতে চাওয়ায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রফুল্লবাবু চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ময়না বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন। তবে সিপিএম প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এরপর ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে তিনি নন্দকুমার ব্লকের একটি জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করে জয়ী হন। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের স্থায়ী সমিতির সদস্য হন। কিন্তু জেলা পরিষদের মেয়াদের মাঝপথে আচমকা তিনি ওই স্থায়ী সমিতির সদস্য পদ থেকে সরে যেতে চাওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির সদস্য প্রফুল্লবাবু ওই দফতরের বিভিন্ন বৈঠকে গরহাজির থাকতেন। এ নিয়ে দলীয় নেতৃত্ব তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপরেই প্রফুল্লবাবু ওই পদ থেকে সরে দাঁড়াতে চেয়ে জেলা পরিষদের সভাধিপতি ও জেলা শাসকের কাছে চিঠি দেন। জেলা পরিষদের স্থায়ী সমিতির সদস্য পদ থেকে পদত্যাগ করার কথা স্বীকার করে প্রফুল্লবাবু বলেন, ‘‘চিকিৎসার পেশায় ব্যস্ত থাকার কারণে জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠকে হাজির থাকতে পারতাম না। তাই আমি ওই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy