টিউশন নিতে গিয়ে গৃহশিক্ষকের বাড়িতে মৃত্যু নবম শ্রেণির এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার রামভদ্রপুর গ্রামে। মৃতার নাম শুভশ্রী মণ্ডল (১৫)।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বরগোদার বাসিন্দা শুভশ্রী বাড়ি থেকে কিছুটা দূরে তন্ময় মাঝি নামে এক গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল। শিক্ষক ওই সময়ে বাড়িতে ছিলেন না। তাই সময় কাটানোর জন্য শিক্ষকের বাড়ির ছাদে গিয়েছিল শুভশ্রী। সেখান থেকে বাঁশ দিয়ে বাড়ির পাশে থাকা একটি কুলগাছ থেকে কুল পাড়ার চেষ্টা করে কিশোরী। সেই সময় বিদ্যুতের তারে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নীচে পড়ে যায় শুভশ্রী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার কাকু গুরুপদ মণ্ডল বলেন, ‘‘ভাইঝি টিউশন নিতে বাড়ি থেকে বেরিয়েছিল। কিছু ক্ষণ পরে তার এক বন্ধু বাড়িতে ফোন করে জানায়, আমাদের মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছে। কী ভাবে এমন দুর্ঘটনা হল, আমরা কিছুই জানতে পারিনি।’’ তিনি জানান, ওই ফোন পেয়ে গৃহশিক্ষকের বাড়িতে ছুটে যান তাঁরা। গিয়ে দেখেন তখনও মেয়ে মাটিতে পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
আরও পড়ুন:
কিশোরীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে ওই ছাত্রী সবার নজর এড়িয়ে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হল, তার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। বুধবার ছাত্রীর দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।