—নিজস্ব চিত্র।
স্কুলে প্রার্থনার সময় আচমকাই মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়েছিল এক ছাত্রী। সেই দৃশ্য দেখে কিছু ক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ল আরও ১৫ জন। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ২ ব্লকের অন্তর্গত মাদপুর গার্লস হাই স্কুলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
স্কুল সূত্রে খবর, বুধবার স্কুলে প্রার্থনার সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। প্রার্থনা চলাকালীন মাথা ঘুরে পড়ে যায় সে। ওই ছাত্রীকে অসুস্থ হয়ে পড়তে দেখেই আতঙ্কে একে একে অসুস্থ হয়ে পড়েন অন্য ছাত্রীরা। তাদের স্থানীয় এক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যে ছাত্রীর মাথা ঘুরে গিয়েছিল, তাকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই ছাত্রীর অভিভাবক বলেন, ‘‘স্কুলে গিয়েছিল মেয়ে। তার পরে খবর পাই, ও অসুস্থ হয়ে পড়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনলাম, আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে অসুস্থ বোধ করেছে সকলে, তা জানি না।’’
স্কুলের প্রধান শিক্ষিকা সুরভী গায়েন জানান, স্কুলে ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছিল। তিনি মেডিক্যাল টিম পাঠান। আরও কয়েক জন অসুস্থ হয়ে পড়ায় স্কুল পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। যারা অসুস্থ হয়েছিল, তারা এখন সুস্থ আছে বলে জানতে পেরেছেন চিকিৎসকদের কাছ থেকে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষরঙ্গী বলেন, ‘‘প্যানিকের কারণে অসুস্থ বোধ করেছিল। হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সুস্থ হয়ে কিছু ক্ষণের মধ্যেই বাড়ি ফিরে গিয়েছে। এতে আতঙ্কের কিছু নেই।’’
পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, ‘‘বিধানসভায় রয়েছি। শুনেছি স্কুলে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। এখন সকলে সুস্থ আছে। মূলত ভয়ের জন্য সকলে অসুস্থ বোধ করছিল। আমরা বিষয়টি নজরে রেখেছি। পুরো বিষয়টি চিকিৎসকেরা নজর রেখেছেন। ঘটনার খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy