নেপালে ভূমিকম্প বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন বাঁশুরিয়া। মেদিনীপুরের বাঁশি শিল্পী রঞ্জন জানা অনুষ্ঠান করবেন নেপালে ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে সাহায্য করার জন্য। ৩০ মে ১৯টি বাদ্যযন্ত্র বাজিয়ে শোনাবেন তিনি। মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোত্ স্মৃতি সদনে অবশ্য টিকিটের কোনও মূল্য নির্ধারণ করা হয়নি। বিভিন্ন গুণীজনকে আমন্ত্রণ জানিয়ে অর্থ সংগ্রহ করাই প্রধান লক্ষ্য।
রঞ্জনবাবুর কথায়, “এই অনুষ্ঠান থেকে যে টাকা পাব তা পাঠিয়ে দেব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মুখ্যমন্ত্রীকেই অনুরোধ জানাব, তিনি যাতে ওই অর্থ নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষের কাছে পৌঁছে দেন।’’ এ ক্ষেত্রে অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদও। সঙ্গে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা। রঞ্জনবাবুর আশা, “এই মহত্ প্রয়াসকে সফল করতে গুণজনের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেই আমার আশা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy