Advertisement
২৯ নভেম্বর ২০২৪
BJP

পিঠোপিঠি দুই সভা, নিরাপত্তা বলয়ে জেলা

হলদিয়ার হেলিপ্যাড ময়দানে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির প্রস্তুতি। নিজস্ব চিত্র।

হলদিয়ার হেলিপ্যাড ময়দানে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির প্রস্তুতি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
তমলুক শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ০৫:০৭
Share: Save:

রাজনৈতিক সভামঞ্চ থেকে ‘দাদা-ভাইপো’র লড়াই গত কয়েক মাসে দেখা গিয়েছে জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার ‘দাদা’ শুভেন্দু অধিকারীর পাড়ায় এসে সভা করছেন সেই ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার ওই সভার পরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি কর্মসূচিতে আসছেন হলদিয়ায়। বিধানসভা ভোটের আগে জেলায় পরপর দু’দিন ‘হাই প্রোফাইল’ নেতাদের কর্মসূচির আয়োজন নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় শিবিরে চলছে জোর তৎপরতা। কড়া নিরাপত্তা দিতে পুলিশি প্রস্তুতিও শুরু হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি কাঁথির দইসাইয়ে সভা রয়েছে যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেকের। সেই সভায় তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর হাজিরা চাইছেন না তৃণমূলের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি বলেন, ‘‘অভিষেক রাজ্যস্তরের নেতা। তাঁর কর্মসূচির জন্য জেলার কাউকে আলাদা করে ডাকা হবে না। কিন্তু দিব্যেন্দু যে ধরনের কাজ করছেন, তাতে তিনি না এলেই মঙ্গল।’’ কিন্তু তৃণমূলের জেলা চেয়ারম্যান শিশির অধিকারীর— তাঁকে কি ডাকা হবে! সুপ্রকাশের জবাব, ‘‘শিশিরবাবুকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে।’’

 দইসাইয়ে অভিষেকের সভাস্থল এ দিন পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। নিজস্ব চিত্র।

দইসাইয়ে অভিষেকের সভাস্থল এ দিন পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। নিজস্ব চিত্র।

অভিষেকের সভার প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে দইসাইয়ে সভাস্থলে যান তৃণমূল জেলা সভাপতি তথা জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি এবং কাঁথি-৩ ব্লকের তৃণমূল নেতৃত্ব, রাজ্য, জেলা পুলিশের নিরাপত্তা আধিকারিকেরা।

পুলিশ ও দলীয় সূত্রে খবর, দুপুর ২টোয় অভিষেকের জনসভা শুরু হবে। তার আগে কলকাতা থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছবেন অভিষেক। বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা পান অভিষেক। তবে ২০১৫ সালে চণ্ডীপুরে যুব তৃণমূলের এক জনসভায় নিরাপত্তার ফাঁক গলে তাঁকে চড় মারে দেবাশিস আচার্য নামে এক যুবক। সেই দেবাশিসকে পাশে নিয়ে সম্প্রতি বিজেপি নেতা কণিষ্ক পান্ডা একটি হুমকি-ভিডিয়ো পোস্ট করেছেন। বুধবারই ওই দেবাশিসকে দেখা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দুর পাশে।

এর পরেই অভিষেকের সভার নিরাপত্তার ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। বৃহস্পতিবার রাজ্য এবং জেলা পুলিশের নিরাপত্তা আধিকারিকেরা ওই ঘটনা উল্লেখ করে অভিষেকের সভামঞ্চে তৃণমূল নেতাদের থাকা ও সভামঞ্চে ওঠার ক্ষেত্রেও বেশ কয়েকটি বিধি নিষেধের কথা জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্বকে। অভিষেকের সঙ্গে মঞ্চে তৃণমূল নেতাদের মধ্যে কারা থাকবেন, সেই সব নেতাদের নামের তালিকা আগাম জমা দিতে বলা হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দু’লক্ষ কর্মী, সমর্থককে জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঞ্চে দলীয় নেতৃত্বদের থাকা নিয়ে নিরাপত্তা আধিকারিকেরা আমাদের কিছু নির্দেশিকা দিয়েছেন। আমরা দলীয় নেতৃত্বদের একটি তালিকা জমা দেব।’’

অন্যদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া হেলিপ্যাড ময়দানে হাজির থাকছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর দলীয় কর্মসূচিও করার কথা। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ওই কর্মসূচির জন্যও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এ দিন মোদীর সভাস্থল পরিদর্শন করে বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠকও করেছেন।

পুলিশ সূত্রের খবর, পরপর দুই দিনে জেলায় হাইপ্রোফাইল নেতাদের কর্মসূচি থাকায় অন্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ আনা হচ্ছে। শুক্রবার থেকেই বিভিন্ন জেলা থেকে পুলিশবাহিনী পূর্ব মেদিনীপুরে আসতে শুরু করবে।

অন্য বিষয়গুলি:

BJP TMC Narendra Modi Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy